বহু পরিবার বা ছাত্র-ছাত্রী রয়েছে যারা মেধা অথচ প্রকৃত পরীক্ষা প্রস্তুতি তাদের কাছে অজানা, আবার যাদের অভিভাবকরা সেভাবে শিক্ষিত নন কিন্তু ছেলে মেয়েদের শিক্ষিত করতে চান, তারা সঠিক দিশা বা পথ না জানার ফলে অনেক সময় ছাত্র-ছাত্রীরা পিছিয়ে পড়ে। এ সমস্ত বিষয় সম্পর্কে পড়ুয়াদের সম্যক ধারণা তৈরি করতে এগিয়ে এলো আমতার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ'।
advertisement
স্বেচ্ছাসেবী সংগঠনটির তরফে আমতার উদং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে মাধ্যমিক প্রস্তুতি শিবিরের আয়োজন করা হয়েছে। শুক্রবার থেকে শিবিরটি শুরু হয়েছে। চলবে রবিবার অব্ধি। সংগঠন সূত্রে জানা গেছে, তিনদিনব্যাপী এই শিবিরে মাধ্যমিকের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষকরা আলোচনা করছেন। আমতা ও বাগনান এলাকার প্রায় আট-দশটি স্কুলের বেশ কিছু মাধ্যমিক পরীক্ষার্থী এই শিবিরে অংশ নিয়েছে।
আরও পড়ুনঃ অভাবের তাড়নায় লজ্জা ত্যাগ করে তেলেভাজার দোকান! অষ্টরানীর এখন দিন কাটছে সুখে
তাদের কাছে মাধ্যমিকের ইতিহাসের উপর বিস্তারিত আলোচনা করেন শিক্ষক শ্যামল জানা। শিক্ষক শ্যামল জানার কথায়, "এই ধরনের উদ্যোগ ভীষণ প্রাসঙ্গিক। অনেক ছাত্রছাত্রীরই পরীক্ষায় ভীতি থাকে। এইরকম আলোচনায় যোগ দিলে ভয় তো দূর হবেই, পাশাপাশি বিভিন্নভাবে পরীক্ষার্থীরা উপকৃত হবে।"
আরও পড়ুনঃ শ্যামপুরে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত নিষিদ্ধ বাজি!
সকাল দশটা থেকে শুরু হচ্ছে আলোচনা। চলছে দুপুর একটা অব্দি। সংগঠনের কর্তা পৃথ্বীশরাজ কুন্তী জানান, শিক্ষায় স্বপ্নপূরণের লক্ষ্যে বছরভর গ্রামীণ হাওড়ার পড়ুয়াদের নিয়ে আমাদের সংগঠন কাজ করে। তারই অঙ্গ হিসাবে এই কর্মসূচির আয়োজন। এই ধরনের উদ্যোগে সামিল হতে পেরে খুশি পড়ুয়ারাও। জিদান ইসলামের এক পড়ুয়ার কথায়, শেষ তিন মাস টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই শেষ তিন মাসে কীভাবে প্রস্তুতি নিতে হবে তা স্যারেরা খুব ভালো করে বুঝিয়ে দিলেন।
Rakesh Maity