Howrah News: অভাবের তাড়নায় লজ্জা ত্যাগ করে তেলেভাজার দোকান! অষ্টরানীর এখন দিন কাটছে সুখে

Last Updated:

বাগনান স্টেশন ও বাসস্টপ হয়ে আসার সময় বামহাতে বাসস্টপে সারি বদ্ধ বাস দাঁড়িয়ে বাস স্টপ পেরিয়ে আর একটু সামনে এগোলে ডান হাতে সারি সারি বেশ কয়েকটা দোকান তার মাঝেই টিন ও বাঁশের ছোট্ট একটি তেলেভাজার দোকান।

+
title=

#হাওড়া : বাগনান স্টেশন ও বাসস্টপ হয়ে আসার সময় বামহাতে বাসস্টপে সারি বদ্ধ বাস দাঁড়িয়ে বাস স্টপ পেরিয়ে আর একটু সামনে এগোলে ডান হাতে সারি সারি বেশ কয়েকটা দোকান তার মাঝেই টিন ও বাঁশের ছোট্ট একটি তেলেভাজার দোকান। এই ছোট্ট দোকানকে নিয়েই আজকের আলোচ্য বিষয়। প্রায় প্রতিদিনই খোলা থাকে দোকানটি, দিনের আলো ফুরিয়ে সন্ধা নামার সঙ্গে সঙ্গেই দোকানে এক এক করে খরিদ্দার এসে ভিড় জমান। চপ বেগুনি ফুলুরি চিড়ে ভাজা বাদাম ভাজা সহ নানা তেলে ভাজা পাওয়া যায়।
কড়াই থেকে তেলেভাজা ঝুড়িতে তোলার আগেই বিক্রি হয়ে যাচ্ছে, ঘটনা প্রতিদিনের। আসলেই ছোট্ট কড়াইয়ে সব দেওয়ার আগেই খরিদ্দার এসে হাজির। যিনি তেলে ভাজা ভাজছেন, তিনি একজন মহিলা, তার নাম অষ্ট রানী মন্ডল। দীর্ঘদিন তিনি ওই দোকান সামাল দিচ্ছেন। অষ্ট রানী জানান, বেশ কয়েক বছর আগে পরিবারে অভাব অনটন নিত্যদিনের সঙ্গী, বাধ্য হয়েই তিনি সে সময়েই সংসার থেকে বেড়য়ে দোকানে এসে হাল ধরেছিলেন।
advertisement
আরও পড়ুনঃ শ্যামপুরে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত নিষিদ্ধ বাজি!
তারপর কয়েক বছর কেটে যায় দোকান একদিকে অন্যদিকে সংসার এভাবেই কয়েক বছর কেটে যায়। দুই কন্যা সন্তান এবং এক পুত্র সন্তানকে মানুষ করা। তারপর এই দোকানকে অবলম্বন করেই পরিবার থেকে দূর হয়েছে অভাব। ছেলেমেয়েরা বড় হয়েছে এখন কিছুটা স্বাচ্ছন্দ সংসারে। তবে এখনো দোকানে আসে কোন ক্ষান্তই বা ছুটি নেই।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ছোটদের হাতেই সাজছে প্রতিমা! এই পুজোর থিম 'কুমোর পাড়ার গরুর গাড়ি'
প্রতিদিন সংসারের কাজ সেরে দুপুরে দোকানে এসে পৌঁছন তারপর সারাদিন আগুনের সঙ্গে লড়াই করে তেলেভাজা ভাজা এবং খরিদ্দার সামলানো। সর্বক্ষণ দাঁড়িয়ে থেকেই দোকানদারি সন্ধা পেরিয়ে রাত প্রতিদিন বাড়ি ফেরার সময় ঘড়ির কাঁটা অবস্থান ১০ ১১ এর মাঝে। এভাবেই প্রতিদিন কাটে অষ্ট রানী মন্ডলের দিন।
advertisement
 
 
 
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: অভাবের তাড়নায় লজ্জা ত্যাগ করে তেলেভাজার দোকান! অষ্টরানীর এখন দিন কাটছে সুখে
Next Article
advertisement
Purba Bardhaman News: সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চুরির ঘটনায় গ্রেফতার কে? চোরের পরিচয় জেনে তাজ্জব পুলিশ
সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চোরের পরিচয় জেনে তাজ্জব পুলিশ
  • গুসকরায় গৃহস্থের বাড়িতে চুরি করতে গিয়ে সোনার গয়না, নগদ টাকার সঙ্গে লেপ কম্বলও নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। সেই চুরির ঘটনায় গ্রেফতার হলেন শাসক দলের নেতা! এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায়৷ 

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement