এবার তার হাতে গড়া প্রতিমা সরাসরি বিদেশে যাবে। হাওড়া সাঁতরাগাছি চাঁদমারি রোড অজন্তা হাউসিং থেকে লন্ডনে। সরাসরি নিজে বিদেশে পাঠাবেন তার হাতে তৈরী প্রতিমা, তাতে উৎসাহ অনেকটাই বেশি প্রতিমা শিল্পীর। অন্যান্য বারের থেকে এবারে প্রতিমা সাইজও অনেকটা বড়।
আরও পড়ুনঃ কথা রাখেনি পঞ্চায়েত! চাঁদা তুলে গ্রামবাসীরাই হাত লাগালেন রাস্তা তৈরিতে
advertisement
প্রতিবার যে প্রতিমা যায় তা দুই থেকে পাঁচ ফুট। এবার প্রতিমার উচ্চতা প্রায় দশ ফুট এবং চওড়া বারো ফুট। চারটি আলাদা আলাদা ভাগে বিভক্ত করে প্রতিমা থার্মকল, ফোম, বাবলস পেপার দিয়ে প্যাকিং করে ট্রান্সপোর্টে বিদেশে পাঠানো হবে।
আরও পড়ুনঃ শহরের বুকে তৈরি হল গ্রাম! মেয়ের মুখে-ভাত অনুষ্ঠানে অবাক কান্ড বাবার
প্রতিমা শিল্পী গৌরব পাল জানায়, প্রতিমা গড়া শুরু থেকে বিদেশে ভিডিও কলের মাধ্যমে সর্বদা তাদের সঙ্গে কথা আলোচনা হয়েছে। প্রতিমা বিদেশে পৌঁছানোর পর কোন রকম সমস্যা দেখা দিলে, তা ভিডিও কলের মাধ্যমে সমাধান করা হবে।
Rakesh Maity