TRENDING:

Ed Raid: ইডি-র র‍্যাডারে টাওয়ার গ্রুপের কর্ণধার! হাওড়ায় তোলপাড় ফেলল তদন্তকারী সংস্থা

Last Updated:

Ed Raid: সূত্র মারফত জানা গিয়েছে চিটফান্ড কান্ডে তাঁরা এদিন হাওড়ায় আসেন। তল্লাশি ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: দীর্ঘ সাত ঘন্টা জেরা করার পর ইডি অধিকারীকরা বেরোলেন বাড়ি থেকে। হাওড়ার জগাছার ধাড়সায় টাওয়ার গ্রুপের কর্ণধার রামেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতেই বুধবার সকালে হানা দেয় ইডি। কিন্তু ইডির আধিকারিকরা ক্যামেরর সামনে মুখ খোলেননি। বুধবার সকাল থেকেই ইডির আধিকারিকরা জগাছার ধাড়সায় রামেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালান। সূত্র মারফত জানা গিয়েছে চিটফান্ড কান্ডে তাঁরা এদিন হাওড়ায় আসেন। তল্লাশি ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন।
চিটফান্ড কাণ্ডে তদন্ত শুরু
চিটফান্ড কাণ্ডে তদন্ত শুরু
advertisement

এদিন বিকেলে দীর্ঘ সাত ঘন্টা জেরা করার পর তাঁরা কেন্দ্রীয় বাহিনী সহকারে রামেন্দু চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে আসেন। তবে এদিন ইডির আধিকারিকরা সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেন নি। তাঁরা রমেন্দু চ্যাটার্জির বাড়ি থেকে বেরিয়ে সোজা তাদের গাড়িতে ওঠেন। প্রসঙ্গত হাওড়া জগাছার ধাড়সায় ED হানা। বুধবার সকালে আসেন টাওয়ার গ্রুপে কর্ণধার রামেন্দু চ্যাটার্জির বাড়িতে ED আধিকারীরা ।

advertisement

আরও পড়ুন: জেলে থেকেও আরও বিপদে পার্থ চট্টোপাধ্যায়, আরও এক মামলায় CBI নির্দেশ! মহাবিপদ

প্রাথমিক ভাবে জানা গেছে, আয় সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি আধিকারিকরা উপস্থিত হয়। টাওয়ার গ্রুপে কর্ণধার রামেন্দু চট্টোপাধ্যায় আপাতত রয়েছেন জেলে। এদিন সকাল থেকেই ইডির আধিকারিকরা টাওয়ার গ্রুপের কর্নধার রামেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় বলে জানা যায়। বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছিল।

advertisement

আরও পড়ুন: হাতির আক্রমণে মৃত্যু হলেই পরিবারে চাকরি! ব্যবস্থা করল সরকার

সাধারণত চিটফান্ড কান্ডে এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাওড়ার জগাছার ধাড়সায় রামেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন। চিটফান্ড কান্ডে আয় বহির্ভূত বিষয়টি খতিয়ে দেখার জন্য এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই হানা বলে সূত্র মারফত জানা গিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

-----রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Ed Raid: ইডি-র র‍্যাডারে টাওয়ার গ্রুপের কর্ণধার! হাওড়ায় তোলপাড় ফেলল তদন্তকারী সংস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল