ইতিমধ্যেই প্রকল্পের সূচনা লগ্নে প্রায় ১৬ জন কর্মী কর্মরত আগামী দিনে গ্যাস ও লিকুইড স্যার তৈরির পরিকল্পনা ও চলছে। পরিকল্পনামাফিক এই প্রকল্পসম্পূর্ণভাবে চালু হলে প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষের কর্মসংস্থান হবে বলে জানান পঞ্চায়েত প্রধান ডঃ প্রদ্যুৎ পাল। পঞ্চায়েতের পক্ষ থেকে জানা যায়, একাধিক বিভাগ রয়েছে। একটি হল যারা বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করছে।
advertisement
আরও পড়ুনঃ প্লাস্টিক বন্ধ করতে মানুষকে সচেতন বার্তায় বর্ণাঢ্য পদযাত্রা
একটি বর্জ্য পদার্থ থেকে পচনশীল ও অপচনশীল বিভিন্ন বাছাই প্রক্রিয়া, সেই সঙ্গে রয়েছেন দুইজন সুপারভাইজার, দুইজন সিকিউরিটি এবং সেলস ও মার্কেটিং লোকের প্রয়োজন রয়েছে। বিভিন্ন পর্যায়ে চাহিদা মত কর্মী নিয়োগ করা হবে। পঞ্চায়েত প্রধান আরও জানান গ্যাস ও লিকুইড সার উৎপাদন শুরু হলে মার্কেটিং এবং সাধারণ কর্মীর প্রয়জন হবে।
আরও পড়ুনঃ গত এক মাসে হারিয়ে যাওয়া ৪৬ টি ফোন উদ্ধার করল সাঁকরাইল থানার পুলিশ
অন্যদিকে বাণিজ্যিক লাভবান হবে গ্রাম পঞ্চায়েত। কর্মীদের দৈনিক মজুরি ২০০ থেকে ৩০০ টাকা। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত কাজ। কাজের জন্য বিভিন্ন বিভাগ অনুযায়ী অষ্টম শ্রেণী থেকে স্নাতক, কর্মীদের দৈনিক মজুরি ২০০ থেকে ৩০০ টাকা। কাদের জন্য পঞ্চায়েত অফিসে লিখিত আবেদন করতে হবে।
Rakesh Maity