সেই ভাঙা অংশ ব্যবহার করে অবাধে মানুষ জাতীয় সড়কে প্রবেশ করছে, প্রবেশ করছে গবাদি পশু অন্যান্য প্রাণী। স্টপেজ না থাকার সত্বেও বিভিন্ন স্থানে জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে যানবাহনে ওঠার চেষ্টা যাত্রীদের। তাতেই বিপদের আশঙ্কা প্রবল! তাতে চালকদের সমস্যাও বাড়ছে। এক বাইক আরোহী এ প্রসঙ্গে জানায়, জাতীয় সড়কের উপর বিভিন্ন কারখানার শ্রমিক ও যাত্রীরা বাস বা অটোতে উঠতে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ অবশেষে রেল গেট যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন বাউড়িয়াবাসী
জাতীয় সড়কে বহু যানবাহন যাতায়াত করে, তারফলে বেশির ভাগ বাইক আরোহী সাধারণত জাতীয় সড়কের ধার বরাবরই ব্যবহার করেন। ইদানিং বহু মানুষই জাতীয় সড়কের উপর উঠে সড়কের ধারে দাঁড়িয়ে পড়ছে, যেখানে স্টপেজ নয় সেই স্থানে দাঁড়িয়ে যানবাহনের অপেক্ষা করছে। তার জেরেই সমস্যা বাড়ছে চালকদের। এ ঘটনা মারাত্মক বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে।
আরও পড়ুনঃ পাইপলাইন আছে এই গ্রামে, কিন্তু নেই পানীয় জল! কেন এমন সমস্যা?
তাতেই কয়েকগুন বিপদের আশঙ্কা। অনেকাংশেই দেখা যায় জাতীয় সড়কে সন্ধার পর জ্বলেনা আলো, সন্ধায় কারখানা ছুটি হবার পর বহু মানুষ এভাবেই নিত্যদিন জাতীয় সড়কে উঠে স্টপেজ না থাকার সত্বেও বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকছে। ফলে রাতের অন্ধকারে বিপদের আশঙ্কা বাড়ছে।
Rakesh Maity