Howrah: অবশেষে রেল গেট যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন বাউড়িয়াবাসী

Last Updated:

রেল গেট যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন বাউড়িয়াবাসী, প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে উড়ালপুল।

#উলুবেড়িয়া : রেল গেট যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন বাউড়িয়াবাসী, প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে উড়ালপুল। দক্ষিণ পূর্ব রেলের বাউড়িয়া পূর্ব রেল গেটের কারণে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় সাধারণ মানুষ থেকে মুমূর্ষ রোগীকে, স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে এলাকার শ্রমিকদের। ফলে সময় মত গন্তব্যে পৌঁছতে জীবনের ঝুকি নিয়েই বন্ধ রেল গেট ও লাইন পারাপার করে বহু মানুষ। আর তার জেরে প্রায়শই ঘটে দুর্ঘটনা, ঘটে প্রাণহানির ঘটনাও। দীর্ঘ দিন ধরেই মানুষের দাবি ছিল বাউড়িয়ায় উড়ালপুল তৈরির।
অবশেষে এলো সেই খুশির খবর। বাউড়িয়ায় তৈরি হতে চলেছে নতুন উড়ালপুল। জানা গেছে মানুষের দাবি নিয়ে বার বার কেন্দ্রের কাছে উড়ালপুলের দাবি জানিয়েছিল উলুবেড়িয়ার প্রয়াত সাংসদ সুলতান আহমেদ।তার পরিবর্তী সময় থেকে বাউড়িয়ায় উড়ালপুল তৈরি নিয়ে কেন্দ্রের কাছে বারবার দাবি জানায় উলুবেড়িয়ার বর্তমান সাংসদ সাজদা আহমেদ। অবশেষে সেই উড়ালপুল তৈরির কাজ শুরু হতে চলেছে। এমনটাই খবর সূত্রের।
advertisement
আরও পড়ুনঃ পাইপলাইন আছে এই গ্রামে, কিন্তু নেই পানীয় জল! কেন এমন সমস্যা?
জানা যাচ্ছে প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে রেল ও রাজ্যের যৌথ উদ্যোগে তৈরি হবে এই উড়ালপুলটি। ইতিমধ্যে উড়ালপুল তৈরির জন্য চিহ্নিত করা হয়েছে জমিও। পাশাপাশি উড়ালপুল তৈরির জন্য জমি দিতে ইচ্ছুক প্রায় ৪৩ জন জমি দাতাকে নিয়ে এক বৈঠকও করেছে প্রশাসনিক কর্তারা এমনটাই খবর সূত্রের। আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে উড়ালপুল তৈরির কাজ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাস্তার বেহাল দশা, পারাপার করতে হিমশিম খাচ্ছেন মানুষ!
এদিকে বাউড়িয়ায় উড়ালপুল তৈরি হলে স্বাভাবিক ভাবেই অনেকটাই সময় বাঁচবে সাধারণ মানুষের। এই গুরুত্বপূর্ণ রেল স্টেশনের একদিকে রয়েছে হুগলি নদী, আর সেই নদী পথ পেরিয়ে মানুষ যাতয়াত করে হাওড়া থেকে দক্ষিণ ২৪ পরগণার বজবজের মধ্যে। যার এক দিকে রয়েছে ১৬ নম্বর জাতীয় সড়কের মত গুরুত্বপূর্ণ সড়ক। এদিকে বাউড়িয়া উড়ালপুল তৈরীর খবরে স্বাভাবিক ভাবেই খুশি বাউড়িয়াবাসী।
advertisement
Rakesh Maity
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: অবশেষে রেল গেট যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন বাউড়িয়াবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement