আরও পড়ুন: সদর শহর যেন মশার আঁতুড়ঘর! ডেঙ্গির আতঙ্কে কাবু পুরবাসী
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, যেকোনও মুহূর্তে ওই বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে গোটা এলাকা। ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে হাওড়ার এই এলাকার মানুষ। এদিকে অবিরাম বৃষ্টির জেরে ফুঁসছে হুগলি নদী। আর তাতেই যেন ঘুম উড়েছে এলাকাবাসীর।
advertisement
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে নদীর বাঁধের একাংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্ত স্থান মেরামতির কাজ শুরু হয়েছে। সেই কাজ দ্রুত গতিতেই এগোচ্ছে। কিন্তু সেখান থেকে দেড়শো মিটারের মধ্যে আবার বাঁধ বসে যাওয়ায় চিন্তা বেড়েছে এলাকার মানুষের। যদিও বাঁধ ক্ষতিগ্রস্থ স্থানে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে বাঁধ মেরামতির কাজ। লোহার তারকে খাঁচা করে ইট পাথর এবং বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা চালাচ্ছে প্রশাসনও। স্থানীয় মানুষের কথায়, এবার বাঁধ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে ঘুম উড়েছে সবার। নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টির ফলে আরও চিন্তা বেড়েছে। স্থানীয় মানুষের দাবি, পাকাপাকিভাবে বাঁধ মেরামতি হোক। তাতে নিশ্চিন্তে বসবাস করতে পারবে মানুষ।
রাকেশ মাইতি





