আহত যাত্রীদের নিয়ে স্পেশাল রিলিফ ট্রেন হাওড়ায় ফেরার আগে রেলের তরফ থেকে পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে দেখে গিয়েছে। প্ল্যাটফর্মের ডাক্তার-নার্স ফাস্ট টাইড চিকিৎসার সুবিধা নানা ব্যবস্থা। সেই মুহুর্তে প্ল্যাটফর্মে উপস্থিত থাকতে দেখা গিয়েছে রেলের আধিকারিকদেরও। অন্যদিকে মোতায়েন রাখা হয়েছিল জরুরি অবস্থার গাড়ি, অ্যাম্বুলেন্স সহ আহত যাত্রীদের কথা ভেবে উপযুক্ত ব্যবস্থা। উপযুক্ত সহযোগিতায় রয়েছে হেল্প ডেস্কের ব্যবস্থা।
advertisement
আরও পড়ুন – Coromandel Express Accident: স্মৃতি-র স্মৃতিতে শুধুই ভয়াবহতা, জ্ঞান ফিরতে বুঝলেন পা আটকে ট্রেনের ফ্যানে
শনিবারের পর রবিবার আরও দুটি স্পেশাল রিলিফ ট্রেনের ব্যবস্থা করায়। হাওড়া থেকে বালেশ্বর এবং বালেশ্বর থেকে হাওড়া। প্রথমটি রবিবার সকাল ১০:৩০ মিনিটে হাওড়া ছাড়ার সময় অন্যটি দুপুর ১.০০ টা। রেল সূত্রে আরও জানা যায়, যদিও ট্রেন দুটি হাওড়ায় ফেরার নির্দিষ্ট সময় এখনও জানা যায়নি। এই স্পেশাল ট্রেন বালেশ্বর থেকে হাওড়া মধ্যবর্তী সমস্ত স্টেশন গুলিতে থামবে বলে জানানো হয়েছে।
RAKESH MAITY