Coromandel Express Accident: স্মৃতি-র স্মৃতিতে শুধুই ভয়াবহতা, জ্ঞান ফিরতে বুঝলেন পা আটকে ট্রেনের ফ্যানে

Last Updated:

Coromandel Express Accident: "ট্রেনের ফ্যানে পা আটকে গিয়েছিল নয়তো বাঁচাতে পারতাম অনেককে" বাড়ি ফিরে বললেন স্মৃতি

+
বিশাখাপত্তনমে

বিশাখাপত্তনমে নার্সিং পড়তে যাচ্ছিলেন স্মৃতি মন্ডল

বাঁকুড়া: “একটা প্রচন্ড ঝাঁকুনি, হুঁশ ফিরলে দেখে ট্রেনের ফ্যানে পা আটকে গিয়েছে, অনেকজন চাপা পড়ে গেছে, পাশের সহযাত্রীটি পর্যন্ত মৃত।” ওড়িশার বালেশ্বর এর কাছে ঘটে যায় একটি দুঃস্বপ্নের দুর্ঘটনা। করমন্ডল এক্সপ্রেসে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার ছাতনার অন্তর্গত আররা গ্রাম পঞ্চায়েতের  উনিশের স্মৃতি মণ্ডল।
বীভৎস দুর্ঘটনার হাত থেকে কোন রকমে রক্ষা পেয়ে গতকাল বিকেলে বাড়ি ফেরে স্মৃতি। এদিন সকালে চিকিৎসার জন্য ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ছাপ্না সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে হাসপাতালে উদ্দেশ্যে রওনা হওয়ার মুহূর্তে দুর্ঘটনার মুহূর্ত এবং দুর্ঘটনার মর্মান্তিক অভিজ্ঞতার কথা জানালেন স্মৃতি।
advertisement
advertisement
বিশাখাপত্তনমে নার্সিং পড়তে যাচ্ছিলেন স্মৃতি মন্ডল। একজন নার্স হিসেবে, দুর্ঘটনার পর সম্বিত ফেরার পরে তিনি উপলব্ধি করেন যে বহু মানুষকে শারীরিক সক্ষমতা থাকলে বাঁচাতে পারতেন তিনি। কিন্তু দুঃখের বিষয় তার দুটি হাত অবশ হয়ে গিয়েছিল এবং পা আটকেছিল ট্রেনের ফ্যানে।
advertisement
নিজের মেয়েকে ফিরে পেয়ে যথেষ্ট খুশি স্মৃতি মণ্ডলের মা শ্যামলী মন্ডল। মেয়ে চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরে ফিরে আসুক এটাই চান তিনি। আবারো নার্সিং পড়তে যাবেন স্মৃতি এমনটাই বলছেন স্মৃতি নিজেই। Nilanjan Banerjee
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Coromandel Express Accident: স্মৃতি-র স্মৃতিতে শুধুই ভয়াবহতা, জ্ঞান ফিরতে বুঝলেন পা আটকে ট্রেনের ফ্যানে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement