North 24 Parganas News: বন দফতরকে জানানো হয়েছিল, আতঙ্ক সঙ্গী করেই এই সাপের সঙ্গে বাস!
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
North 24 Parganas News: বন দফতরের তৎপরতায় হিঙ্গলগঞ্জে উদ্ধার বিশালাকার কেউটে
বসিরহাট: বন দফরেরর প্রচেষ্টায় সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকা থেকে সাপ উদ্ধার বন দফতরের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের হিঙ্গলগঞ্জের মামুদপুরে হীরুলাল শীঠের বাড়িতে হঠাৎই বড় আকারের কেউটের দেখা পান।
বাড়ির মালিক সাপ দেখা মাত্র খবর দেন বন দফতরে। কিন্তু প্রথম দিন উদ্ধার করা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনে এলাকার মানুষের তৎপরতায় নড়েচড়ে বসে বন দফতর।
আরও দেখুন
advertisement
প্রায় ঘন্টা দুয়েক ধরে মাটি খুঁড়তেই অবশেষে বেরিয়ে এলো বিশাল আকারের কেউটে। যার দৈঘ্য প্রায় ৫ ফুট।
ঘন্টা দুয়েক ধরে মাটি খুঁড়তেই অবশেষে বেরিয়ে এলো বিশাল আকারের কেউটে। যার দৈঘ্য প্রায় ৫ ফুট।advertisement
আর সাপ উদ্ধারের এই দৃশ্য চাক্ষুষ করতে ভুল করেননি এলাকাবাসী। এদিন সাপ উদ্ধার করার ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষ এর মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। ঘটনাস্থলে এলাকার মানুষ ভিড় জমায়। এলাকা থেকে সাপটিকে উদ্ধার করে বন দফতরের কর্মীরা।
JULFIKAR MOLLA
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 04, 2023 11:39 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বন দফতরকে জানানো হয়েছিল, আতঙ্ক সঙ্গী করেই এই সাপের সঙ্গে বাস!










