রঘুদেবপুর ইস্ট প্রাইমারি স্কুলে পড়ে রোহন। তার এই সাফল্যের পিছনে অনেকটাই অবদান স্কুলের শিক্ষক মিলন চক্রবর্তীর। তিনিই রোহনকে ফুটবল থ্রোয়িং প্রতিযোগিতা নামার জন্য চিহ্নিত করেছিলেন। জেলা স্তরের প্রতিযোগিতায় প্রথম হয়ে রাজ্য স্তরে নির্বাচিত হওয়ার পর মাঝে কয়েকদিনের জন্য স্পেশাল ট্রেনিং নেয় রোহন। গঙ্গাধরপুরে তিন দিনের এই স্পেশাল ট্রেনিং ক্যাম্প আয়োজিত হয়। ফেব্রুয়ারির মাঝামাঝি জলপাইগুড়িতে অনুষ্ঠিত রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় নামে সে।
advertisement
আরও পড়ুন: জলপাইগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু, আহতদের দেখতে হাসপাতালে দিলীপ ঘোষ
রাজ্য স্তরের প্রতিযোগিতায় রোহন ৮.২২ মিটার থ্রো করে। দ্বিতীয় স্থান অধিকারীর থেকে মাত্র ১ ইঞ্চি কম থ্রো করেছিল। রোহনের এই ফলাফলে খুশি তার স্কুলের শিক্ষক মিলন চক্রবর্তী। তিনি জানান, খেলাটি দেখে সহজ মনে হলেও আসলে মোটেও সহজ নয়। রোহনের অদম্য ইচ্ছা এবং খেলার প্রতি তার ন্যাক'ই তাকে এই সাফল্যে পৌঁছে দিয়েছে। আর একটু বেশি দিনের অনুশীলনের সুযোগ পেলে হয়ত আরও বেশি ভাল ফল হত বলে মনে করছেন তিনি।
রাকেশ মাইতি