Jalpaiguri News: জলপাইগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু, আহতদের দেখতে হাসপাতালে দিলীপ ঘোষ
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার ভোরে জলপাইগুড়িতে শ্রমিক বোঝাই ট্রলারে সজোরে ধাক্কা লরির। আর তাতেই মর্মান্তিক মৃত্যু হল ৩ শ্রমিকের। আরও ১২ জন গুরুতর আহতের চিকিৎসা চলছে। এদিকে আহতদের দেখতে হাসপাতালে যান দিলীপ ঘোষ। দুর্ঘটনার জন্য তিনি পুলিশকে নিশানা করেন।
জলপাইগুড়ি: শ্রমিক বোঝাই ট্রাক্টরের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর পরিস্থিতি জলপাইগুড়িতে। মঙ্গলবার ভোরের এই দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছিল। তখনই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে মৃতের সংখ্যা বাড়তে পারে। শেষ পর্যন্ত সেই আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ১২ জন শ্রমিকের চিকিৎসা চলছে জলপাইগুড়ি মেডিকেল কলেজে। তবে আহতদের মধ্যে একজনের শারীরিক পরিস্থিতির চরম অবনতি হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
মঙ্গলবার ভোরে রেলের কাজে নিযুক্ত মুর্শিদাবাদের প্রায় ২২ জন শ্রমিককে নিয়ে একটি ট্রাক্টর যাচ্ছিল। ময়নাগুড়ির জোড়াবাঁধ এলাকায় উল্টো দিক থেকে আসা একটি লরি ট্রাক্টরে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ট্রাক্টরের উপর থাকা শ্রমিকরা রাস্তায় ছিটকে পড়েন। আর তাতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। উল্লেখ্য এই শ্রমিকরা ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় রেল প্রকল্পে কাজ করছিল। মৃত শ্রমিকদের নাম সুমন শেখ, হোসেন শেখ, কমল মাল। মৃত তিনজনেরই বাড়ি মুর্শিদাবাদের ভগবানগোলা এলাকায় বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: চা বাগানে চিতাবাঘের তাণ্ডব, জখম তিন শ্রমিক
advertisement
দুর্ঘটনার খবর পেয়েই ময়নাগুড়ি থেকে ছুটে আসে দমকল ও পুলিশ। দ্রুত আহত শ্রমিকদের জলপাইগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবুও মৃত্যুর ঘটনা এড়ানো যায়নি। এদিকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ উত্তরবঙ্গ সফরে এসে এই দুর্ঘটনার খবর শুনে আহত শ্রমিকদের দেখতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। আহতদের পরিজনদের সঙ্গে কথা বলে বাইরে বেরিয়ে দিলীপ ঘোষ এই দুর্ঘটনার জন্য রাজ্য প্রশাসন ও পুলিশকে নিশানা করেন। তাঁর অভিযোগ, ট্রাক্টরে করে এইভাবে শ্রমিকদের যাতায়াতের কথা নয়। কেন পুলিশ আগে থেকে বিষয়টি নজর করল না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেই সঙ্গে দিলীপের কটাক্ষ, "তবে কি পুলিশ শুধু পাথর ও বালির গাড়ি থেকে তোলা তুলতেই ব্যস্ত?" তাঁর অভিযোগ, পুলিশের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 1:06 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: জলপাইগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু, আহতদের দেখতে হাসপাতালে দিলীপ ঘোষ