Jalpaiguri News: চা বাগানে চিতাবাঘের তাণ্ডব, জখম তিন শ্রমিক

Last Updated:

চা বাগানে হঠাৎ চিতাবাঘের তাণ্ডব, জখম তিন শ্রমিক। ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা করেও ব্যর্থ বন দফতর

জলপাইগুড়ি: আর পাঁচটা দিনের মতোই সোমবার সকালটা শুরু হয়েছিল চা বাগানের কর্মীদের। চা গাছে ওষুধ স্প্রে করছিলেন। হঠাৎ কাটল ছন্দ। ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ল হলুদ ডোরাকাটা কী যেন একটা! মুহূর্তের মধ্যে তটস্থ সকলে। আক্রমণ করেছে চিতাবাঘ। তার থাবায় জখম‌ও হন তিনজন শ্রমিক। চিতা বাঘের হানায় শোরগোল পড়ে যায় মালবাজারে তেশিমিলা পঞ্চায়েতের ডাঙাপাড়া এলাকর একটি চা বাগানে। ছুটে আসেন বন কর্মীরা।
চা শ্রমিকদের চিতাবাঘ আক্রমণ করেছে জানতে পেরেই ঘটনাস্থলে ছুটে আসেন মাল বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জার দীপেন সুব্বা। ওই এলাকাটি জনবসতি পূর্ণ হওয়ায় ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশও। চিতাবাঘ বেরোনোর খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভিড় করেন। ফলে প্রথম দিকে চিতাবাঘ ধরার কাজ করতে গিয়ে অসুবিধায় পড়তে হয় বনবিভাগের কর্মীদের। পরে বাগানটির একাংশে চারিদিক দিয়ে নেট লাগিয়ে চিতা বাঘটিকে আটক করার চেষ্টা শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় জলপাইগুড়ি থেকে আনা হয় ট্রাঙ্কুলাইজার টিম। যদিও চিতাবাঘটি লুকিয়ে থাকায় তাকে ট্রাঙ্কুলাইজ করার প্রচেষ্টা ব্যর্থ হয়।
advertisement
advertisement
আক্রমণকারী চিতাবাঘটিকে কব্জায় আনা প্রসঙ্গে প্রসঙ্গত মাল বন্যপ্রাণ শাখার রেঞ্জার বলেন, " সকালে চিতাবাঘ বেরোনোর খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। তার আক্রমণে তিনজন আহত হয়েছে। ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা ব্যর্থ হওয়ায় এবার খাঁচা পেতে তাকে ধরার চেষ্টা করা হবে।"এদিকে চিতা বাঘের হানায় আক্রান্ত শ্রমিকদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকেই ছেড়ে দেওয়া হয়েছে। হঠাৎ এলাকায় চিতাবাঘ হানা দেওয়ায় আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: চা বাগানে চিতাবাঘের তাণ্ডব, জখম তিন শ্রমিক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement