উলুবেড়িয়ার আনন্দভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের দৃষ্টিহীন এবং মূক-বধির শিশুদের রাসের মেলায় সামিল করল পুলিস। সোমবার উলুবেড়িয়া থানার উদ্যোগে আনন্দভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের মেলায় আনা হয়। মেলায় ঘোরানোর পাশাপাশি পুলিশের তরফ থেকে শিশুদের হাতে নানা উপহার তুলে দেওয়া হয়। তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কালীবাড়ি কর্তৃপক্ষও। মেলার বিভিন্ন উপহার তুলে দেওয়ার সাথে সাথে জিলিপি, বাদামভাজা, কেক, কমলা লেবু, জলেরও ব্যবস্থা করা হয়।
advertisement
আরও পড়ুনঃ উলট পুরান! সন্তানদের মানুষ করতে বিদ্যালয়ে প্রশিক্ষণ নিচ্ছেন অভিভাবকরা!
শিশুদের সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষকরাও এদিন মেলায় সামিল হয়েছিলেন। বিনামূল্যে শিশুদের বিভিন্ন জয় রাইডেও চড়ানো হয়। সবার সাথে মেলায় সামিল হতে পেরে খুশি পড়ুয়ারাও। পুলিশের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় দাস। এদিন শিশুদের সাথে মেলায় সামিল হয়েছিলেন উলুবেড়িয়া থানার আইসি রামেশ্বর ওঝা সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা।
Rakesh Maity