আরও পড়ুন: স্ত্রীয়ের ছবি হাতে খুঁজেই চলেছেন স্বামী, ঘরে কেঁদে অসুস্থ ২ দুধের শিশু!
এবার শুধু প্রতিশ্রুতিতেই ক্ষান্ত হতে চান না এলাকার মানুষ। ভোটের আগেই রাস্তা নির্মাণের দাবি হাওড়াবাসীর। এই দাবি নিয়েই মহিলারা এক জোট বেঁধেছে। তাঁদের কথায় জানা যায়, এই প্রায় এক কিলোমিটার রাস্তা।হেঁটে পারাপার করতেও বেশ ধকল পোহাতে হয় পথ চলতি মানুষকে। বর্ষা হলে তো কথা নেই, থাকে দুর্ঘটনার ঝুঁকি। বর্ষায় এই রাস্তা পারাপার করতে গিয়ে হাত, পা, কোমর ভাঙার ঘটনা।
advertisement
আরও পড়ুন: নদীর তীরে ওটা কী? কাছ থেকে দেখে চরম আতঙ্ক হাড়োয়ায়!
এলাকায় গ্যাস ডেলিভারি করতে আসা ব্যক্তি জানান, গত প্রায় চার বছর এই এলাকায় আসছি। খুব খারাপ রাস্তা, খানা খন্দ। হেঁটে গ্যাস সিলেন্ডার নিয়ে যাওয়াটাও খুব ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় শিক্ষক জানান, রাস্তার অবস্থা খুবই খারাপ স্কুল ছাত্র-ছাত্রীরা বর্ষায় রাস্তা পারাপার করতে দুর্ঘটনার মুখে পড়ে। রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে স্কুল ছুটি হওয়ার ঘটনা মাঝেমধ্যেই ঘটে। তবে তিনি জানান, এক সময় আরও রাস্তা খারাপ ছিল ধীরে ধীরে কিছুটা পরিবর্তন হচ্ছে। তবে স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ছে। এবার তাঁরা কোনও রকম মুখের কথা বা প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে নারাজ বলেই জানাচ্ছেন, তাঁদের কোথায় ভোটের আগে রাস্তা মিললে তবেই ভোট।
রাকেশ মাইতি