জানা গিয়েছে, মৃত প্রতিমা শিল্পীর বাড়ি শ্যামপুর খাড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। প্রতিমা শিল্পী নরেশ পাল খাড়ুবেড়িয়ার শিল্পালয়ে আর পাঁচটা দিনের মতোই প্রতিমা গড়ার কাজ করছিলেন শিল্পালাইয়ের সামনে রাস্তার পাশে বসে। সেই সময় হঠাৎই শ্যামপুর দিক থেকে একটি প্রাইভেট গাড়ি ৫৮ গেটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে ওই প্রতিমা শিল্পীকে ধাক্কা দেয়। এরপর মৃত্যু হয় তাঁর।
advertisement
আরও পড়ুনঃ 'কালী গ্রাম' কান্দির গোকর্ণ, ছোট্ট গ্রামের পাড়ায় পাড়ায় গাঁথা পুজোর ইতিহাস
মর্মান্তিক দুর্ঘটনার মুহূর্তের ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছ, যা দেখলে আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বয়ে যাবে।
রাকেশ মাইতি
Location :
First Published :
October 22, 2022 9:03 AM IST