প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দামোদরে তলিয়ে যান ওই যুবক। পরে ঘটনার খবর শুনে ঘটনাস্থলে এসে পৌঁছয় আমতা ও জয়পুর থানার পুলিশ। তারা স্থানীয় মাঝিদের সহযোগিতায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে ওই যুবকের দে।, দীর্ঘক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়।
পরে নামানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট দলকে। অবশেষে বুধবার সকালে আমতায় দামোদর থেকে উদ্ধার হয় নিখোঁজ ওই যুবকের দেহ। এবং দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।
advertisement
আরও পড়ুন : গৃহবধূ ঘরের দরজা খুলতেই সব শেষ! চাঞ্চল্য নদিয়ার নাকাশিপাড়ায়
জানা যাচ্ছে তাঁর নাম তন্ময় দাস ( ২৮)। ওই যুবকের বাড়ি আমতার বিনলা কৃষ্ণবাটি নিশ্চিন্দ্দপুর এলাকায় । এদিকে মৃত তন্ময়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর বাবা রামলাল দাস দীর্ঘদিন ধরেই অসুস্থ। মা, বাবা, দিদিকে নিয়ে ছিল তন্ময়ের সংসার। কয়েক বছর আগে বিয়ে হয়ে যায় তার দিদির।
আরও পড়ুন : গভীর রাতে ফুঁপিয়ে কান্নার পরই 'আত্মঘাতী' কোটার ছাত্র, তদন্তে জানল পুলিশ
বর্তমানে মা, বাবাকে নিয়ে থাকতেন তিনি। বাবা অসুস্থ হওয়ায় ওই পরিবারের একমাত্র রোজগারে ছিলেন তন্ময়। স্থানীয় একটি গেঞ্জি কারখানায় কাজ করে রুজিরুটি চালাচ্ছিলেন তিনি। এদিকে এলাকার তরতাজা এক যুবকের এহেন পরিণতি যেন মানতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।