TRENDING:

Howrah News: পুজোয় প্রান্তিক মানুষের পাশে দাঁড়াল আমতা পোস্টাল সাব ডিভিশনের কর্মচারীরা

Last Updated:

বছর জুড়ে মানুষের কাছে থেকে পরিষেবা দিতে দিতে একবারে গ্রামের মানুষ গুলির অন্তরের সুখ-দুঃখের কথা ওদের জানা, সারা বছর গ্রামের মানুষ গুলির কাছে থেকে তাদের আপন করে নিয়েছে, জানা অজানা সুখ-দুঃখের কথা হয়েছে শোনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : বছর জুড়ে মানুষের কাছে থেকে পরিষেবা দিতে দিতে একবারে গ্রামের মানুষ গুলির অন্তরের সুখ-দুঃখের কথা ওদের জানা, সারা বছর গ্রামের মানুষ গুলির কাছে থেকে তাদের আপন করে নিয়েছে, জানা অজানা সুখ-দুঃখের কথা হয়েছে শোনা। এমন অনেক মানুষ রয়েছে, যাদের পুজোর আনন্দ সেভাবে পৌঁছয় না পরিবারে। এবার পুজোতে সেই সমস্ত প্রান্তিক মানুষের পাশে দাঁড়ালো আমতা পোস্টাল সাব ডিভিশনের কর্মচারীরা। 'রানার গ্রামের ডাক হরকরা'— খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় মানুষের দ্বারে দ্বারে। সময় পাল্টালেও আজও চিঠি নিয়ে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে মানুষের দ্বারে সময় মতো পৌঁছে যান ডাক কর্মচারীরা।
advertisement

মানুষের সাথে ডাক কর্মচারীদের নিবিড় যোগাযোগ। আজও ভারতবর্ষের এরকম অজস্র গ্রাম রয়েছে যেখানে ব্যাঙ্ক, সমবায় কিছুই নেই, সেখানে সঞ্চয়ের একমাত্র প্রতিষ্ঠান ডাক বিভাগ। এভাবেই দেশজুড়ে মানুষের সাথে নিবিড়ভাবে মিশে রয়েছেন ডাক কর্মচারীরা। উৎসবেও তারা মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী। শারদোৎসবের আনন্দকে সমাজের প্রান্তিক মানুষের সাথে ভাগ করে নিতে উদ্যোগী আমতা পোস্টাল সাব ডিভিশনের কর্মচারীরা।

advertisement

আরও পড়ুনঃ মাতৃ ঋণ! গর্ভধারিনী আজ লাঞ্ছিত, সেই থিম ফুটে উঠেছে মন্ডপে

আমতা পোস্টাল সাব ডিভিশনের উদ্যোগে আমতা ও রসপুর এলাকার বেশ কিছু মানুষের হাতে উৎসবের উপহার হিসাবে নতুন জামা, শাড়ি, গেঞ্জি, লুঙ্গি ও মিষ্টি তুলে দেওয়া হয়। এই উদ্যোগে সামিল হয়েছিলেন আমতা পোস্টাল সাব ডিভিশনের বিভিন্ন স্তরের কর্মচারীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতা পোস্টাল সাব ডিভিশনের ইন্সপেক্টর রাজু সিং সহ অন্যান্যরা। ইন্সপেক্টর রাজু সিং জানান, বিভিন্ন স্তরের কর্মচারীদের উদ্যোগে ও আর্থিক সহযোগিতাতেই এই উদ্যোগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: পুজোয় প্রান্তিক মানুষের পাশে দাঁড়াল আমতা পোস্টাল সাব ডিভিশনের কর্মচারীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল