মানুষের সাথে ডাক কর্মচারীদের নিবিড় যোগাযোগ। আজও ভারতবর্ষের এরকম অজস্র গ্রাম রয়েছে যেখানে ব্যাঙ্ক, সমবায় কিছুই নেই, সেখানে সঞ্চয়ের একমাত্র প্রতিষ্ঠান ডাক বিভাগ। এভাবেই দেশজুড়ে মানুষের সাথে নিবিড়ভাবে মিশে রয়েছেন ডাক কর্মচারীরা। উৎসবেও তারা মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী। শারদোৎসবের আনন্দকে সমাজের প্রান্তিক মানুষের সাথে ভাগ করে নিতে উদ্যোগী আমতা পোস্টাল সাব ডিভিশনের কর্মচারীরা।
advertisement
আরও পড়ুনঃ মাতৃ ঋণ! গর্ভধারিনী আজ লাঞ্ছিত, সেই থিম ফুটে উঠেছে মন্ডপে
আমতা পোস্টাল সাব ডিভিশনের উদ্যোগে আমতা ও রসপুর এলাকার বেশ কিছু মানুষের হাতে উৎসবের উপহার হিসাবে নতুন জামা, শাড়ি, গেঞ্জি, লুঙ্গি ও মিষ্টি তুলে দেওয়া হয়। এই উদ্যোগে সামিল হয়েছিলেন আমতা পোস্টাল সাব ডিভিশনের বিভিন্ন স্তরের কর্মচারীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতা পোস্টাল সাব ডিভিশনের ইন্সপেক্টর রাজু সিং সহ অন্যান্যরা। ইন্সপেক্টর রাজু সিং জানান, বিভিন্ন স্তরের কর্মচারীদের উদ্যোগে ও আর্থিক সহযোগিতাতেই এই উদ্যোগ।
Rakesh Maity