TRENDING:

Howrah News: ভয়ঙ্কর অভিযোগ! প্রধান শিক্ষকের নির্দেশে স্কুলের ছাদ পরিষ্কার করতে জীবন বাজি রেখে কার্নিশ বেয়ে ছাদে উঠছে পড়ুয়ারা!

Last Updated:

ভয়ঙ্কর কাণ্ড হাওড়ার এক প্রাথমিক বিদ্যালয়ের, ছাদে তুলতে ছাত্রদের টাকা ও ক্যাডবেরির লোভ দেখানো হয়েছিল, জানায় পড়ুয়ারা। অভিযোগ অভিভাবকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: স্কুলের ছাদের সিঁড়ি নেই, বর্ষায় পিচ্ছিল দেওয়াল, বিপদ ঘটার আশঙ্কা। সেই দেওয়ালের কার্নিশ বেয়ে স্কুলের ছাদ পরিষ্কারের জন্য ছাত্রদের ছাদে তুলল শিক্ষক। ছাদে তুলতে ছাত্রদের টাকা ও ক্যাডবেরির লোভ দেখানো হয়েছিল, জানায় পড়ুয়ারা। ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষুব্ধ অভিভাবকরা। হাওড়া পাঁচলার মল্লিকবাগান বি কে পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।
advertisement

পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা জানায়, গত সোমবার প্রধান শিক্ষক ভোলানাথ বাবু তাদের ডেকে দেখান স্কুলের এক তোলার ছাদে নোংরা জমেছে। তিনি স্থানীয় কয়েকজন ছাত্রকে ছাদ পরিষ্কারের দায়িত্ব দেন।

সেই ছাদ পরিষ্কার করে দিলে তাদেরকে ক্যাডবেরি অথবা প্রত্যেককে ১০ টাকা করে দেওয়ার কথা বলেন শিক্ষক। সেই সঙ্গে ভোলানাথ বাবু ছাত্রদের নির্দেশ দেন এ কথা বাড়িতে না জানাতে। শিক্ষকের কথামত মঙ্গলবার স্কুলে আসার আগে, স্কুলের পিছনের দেওয়াল বেয়ে ৪-৫ জন ছাত্র ছাদে ওঠে এবং কয়েকজন ছাত্র-ছাত্রী নিচ থেকে জল তুলে দিয়ে সহযোগিতা করে তাদের। তা নজরে আসতে স্থানীয়দের মধ্য রীতিমত হুলুস্থুল বেধে যায়।

advertisement

View More

আরও পড়ুন One Rupee Singara| North 24 Parganas News: এখনও পাওয়া যায় এক টাকার সিঙ্গারা! স্কুল পড়ুয়াদের জন্য আবদার মেটান পরিমল দাদু

আরও পড়ুন East Midnapore News: মর্মান্তিক! নিজের বাড়িতে electric shock-এ মৃত্যু কলেজ পড়ুয়ার

যে ছাদে ছাত্ররা উঠেছে ছাদ পরিষ্কারে করতে, সেই ছাদের নেই কোন সিঁড়ি৷ স্কুলের দেওয়ালের গা বেয়ে থাকা সামান্য ইটের অংশ ধরে ছাত্ররা উঠেছে ছাদে। বেরিয়ে রয়েছে দেওয়াল থেকে লোহার রড৷ যে কোনও মুহূর্তেই পিছলে পরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। অভিভাবকরা জানান, তারা কোন কিছুই টের পাননি৷ স্কুল যাওয়ার জন্য ছেলেমেয়েদের খোঁজ করলে তারা স্কুলের সামনে এসে দেখেন কয়েকজন ছাদের উপরে উঠে রয়েছে৷ আবার বেশ কয়েকজন নিচ থেকে জল তুলে দিচ্ছে। ঘটনার জেরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে খুব ক্ষুব্ধ স্থানীয় ও অভিভাবকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ভয়ঙ্কর অভিযোগ! প্রধান শিক্ষকের নির্দেশে স্কুলের ছাদ পরিষ্কার করতে জীবন বাজি রেখে কার্নিশ বেয়ে ছাদে উঠছে পড়ুয়ারা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল