এলাকার বেহাল নিকাশি ব্যবস্থা ও পঞ্চায়েতের উদাহীনতার ফলেই এই সমস্যা, এমনটাই দাবি এলাকার মানুষের। কী করলে এই সমস্যার সমাধান হবে তার উপায়ও বাতলে দিয়েছে এলাকার মানুষ। তাঁদের মতে, শীতকালে নিকাশির কাঁচা ড্রেন খনন করলে বর্ষায় সেটাই কাজে লাগবে। তাহলে আর এলাকায় জল জমবে না। কিন্তু এই কাজের জন্য পঞ্চায়েতের এগিয়ে আসা প্রয়োজন।
advertisement
আরও পড়ুন: পাকিস্তানের ডাক টিকিট বাংলায় লেখা! দাঁতনের শিক্ষকের সংগ্রহে বিরল স্ট্যাম্প
প্রতিবছর বর্ষায় জল জমে শুধু যে ভোগান্তির মুখে পড়তে হয় তা নয়। সেই জমা জলে পোকামাকড়ের বংশবৃদ্ধি ঘটে ফলে। এলাকায় রোগ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, এলাকার পঞ্চায়েত চলছে গ্রামবাসীদের কিছু না জানিয়েই।
তবে এই প্রসঙ্গে সাঁকরাইল পঞ্চায়েত প্রধান প্রদ্যুৎ পাল জানান, পঞ্চায়েতের বিভিন্ন কর্মসূচি নিয়ম মেনেই অনুষ্ঠিত হয়। সব এলাকাতেই পর্যাপ্ত কাজ হয়েছে। তাঁর দাবি, যে এলাকায় জল জমার অভিযোগের কথা তোলা হচ্ছে সেখানে বহুবার পঞ্চায়েত নিকাশির কাজ করেছে। কিন্তু এলাকার মানুষ সচেতন নয় বলেই জল জমছে।
রাকেশ মাইতি