TRENDING:

Howrah News: সবে শীত বিদায় নিচ্ছে, এর মধ্যেই জল জমার আতঙ্ক সাঁকরাইলে

Last Updated:

শীত সবে শেষ হচ্ছে, এরই মধ্যে বর্ষাকালে জল জমার কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়েছেন সাঁকরাইলের হাওয়াপোতা পশ্চিম পাড়ার মানুষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: শীত বিদায় নিচ্ছে সবে, এর মধ্যেই জমা জলের আতঙ্কে সাঁকরাইল হাওয়াপোতা পশ্চিমপাড়ার মানুষ। স্থানীয়দের অভিযোগ, গত প্রায় দুই দশক ধরে বৃষ্টি হলেই নিয়মিত সমস্যার সম্মুখীন হচ্ছেন। বর্ষার শুরু থেকে জলমগ্ন হয়ে পড়ে এলাকা। এক থেকে দেড় মাস ঘর জলে ভাসে। টানা কয়েক মাস জলমগ্ন হয়ে থাকে গোটা এলাকা। এই সমস্যা থেকে মুক্তি পেতে একাধিকবার আবেদন জানানো হয় পঞ্চায়েতে। তবে সুরহা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
advertisement

এলাকার বেহাল নিকাশি ব্যবস্থা ও পঞ্চায়েতের উদাহীনতার ফলেই এই সমস্যা, এমনটাই দাবি এলাকার মানুষের। কী করলে এই সমস্যার সমাধান হবে তার উপায়ও বাতলে দিয়েছে এলাকার মানুষ। তাঁদের মতে, শীতকালে নিকাশির কাঁচা ড্রেন খনন করলে বর্ষায় সেটাই কাজে লাগবে। তাহলে আর এলাকায় জল জমবে না। কিন্তু এই কাজের জন্য পঞ্চায়েতের এগিয়ে আসা প্রয়োজন।

advertisement

আরও পড়ুন: পাকিস্তানের ডাক টিকিট বাংলায় লেখা‌! দাঁতনের শিক্ষকের সংগ্রহে বিরল স্ট্যাম্প

প্রতিবছর বর্ষায় জল জমে শুধু যে ভোগান্তির মুখে পড়তে হয় তা নয়। সেই জমা জলে পোকামাকড়ের বংশবৃদ্ধি ঘটে ফলে। এলাকায় রোগ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, এলাকার পঞ্চায়েত চলছে গ্রামবাসীদের কিছু না জানিয়েই।

View More

তবে এই প্রসঙ্গে সাঁকরাইল পঞ্চায়েত প্রধান প্রদ্যুৎ পাল জানান, পঞ্চায়েতের বিভিন্ন কর্মসূচি নিয়ম মেনেই অনুষ্ঠিত হয়। সব এলাকাতেই পর্যাপ্ত কাজ হয়েছে। তাঁর দাবি, যে এলাকায় জল জমার অভিযোগের কথা তোলা হচ্ছে সেখানে বহুবার পঞ্চায়েত নিকাশির কাজ করেছে। কিন্তু এলাকার মানুষ সচেতন নয় বলেই জল জমছে।

advertisement

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: সবে শীত বিদায় নিচ্ছে, এর মধ্যেই জল জমার আতঙ্ক সাঁকরাইলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল