এদিন ডোমজুড় বিডিও, ডোমজুড় পঞ্চায়েত সমিতি, ডোমজুড় থানার পক্ষ থেকে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে ডোমজুড় বাজার সহ বিভিন্ন দোকানে অভিযান ডোমজুড় প্রশাসনের। নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার হচ্ছে কিতা খতিয়ে দেখতে মেশিনের মাধ্যমে দোকানে দোকানে ঘুরে পরীক্ষা করছেন ব্লক প্রশাসন। তিনি জানান, সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, যদিও বহু মানুষ ইতি মধ্যেই সচেতন হয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ চলাফেরার অযোগ্য গ্রামের রাস্তা! ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
বাজারে দোকানে বহু মানুষ প্লাস্টিক ব্যবহার পরিবর্তে ব্যাগ হাতে নিয়ে বাজার মুখী, তবে এখনও অনেক ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ বিষয়ে অসচেতন। মানুষকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি চলছে। হাওড়া জেলা গ্রামীণ ও শহর জুড়ে নিষিদ্ধ প্লাস্টিক বন্ধ করতে পুলিশ প্রশাসন তৎপর, অনেকাংশেই সাধারণ মানুষও এই বিষয়ে সচেতনী ভূমিকা পালন করছে।
আরও পড়ুনঃ ঝুঁকিপূর্ণ কাঠের সেতুতেই প্রাণ হাতে পারাপার গ্রামবাসীদের!
সম্পূর্ণ রূপে নিষিদ্ধ প্লাস্টিক বন্ধ করতে কোথাও দেখা গিয়েছে মানুষের মনে দাগ কাটতে পথনাটিকা, প্ল্যাকার্ড ব্যানার পোস্টার মাইকিং প্রচার, শোভাযাত্রা সহ নানান কর্মসূচি। হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে সরকারের নির্দেশিকা লাগু হতেই নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে সক্রিয় ভূমিকা পালন করছে প্রশাসন।
Rakesh Maity