Howrah: চলাফেরার অযোগ্য গ্রামের রাস্তা! ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
কয়েকশো মিটার গ্রামের রাস্তা অযোগ্য হয়ে পড়ে বর্ষা এলে। হাওড়া আমতা-১ ব্লকের খড়দহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জঞ্জালিচক গ্রামের ১০ নম্বর থেকে যদুবেরিয়া রাজ্য সড়ক থেকে জঞ্জালিচক যাবার কাঁচা ইটের রাস্তা।
#হাওড়া : কয়েকশো মিটার গ্রামের রাস্তা অযোগ্য হয়ে পড়ে বর্ষা এলে। হাওড়া আমতা-১ ব্লকের খড়দহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জঞ্জালিচক গ্রামের ১০ নম্বর থেকে যদুবেরিয়া রাজ্য সড়ক থেকে জঞ্জালিচক যাবার কাঁচা ইটের রাস্তা। দীর্ঘদিন রাস্তার বেহাল দশা পঞ্চায়েত প্রশাসনকে একাধিকবার জানিয়েও মেলেনি সূরাহা অভিযোগ গ্রামবাসীদের। জঞ্জালিচক ও ছিট জঞ্জালিচক গ্রামের হাজারো মানুষের বর্ষা এলেই দুর্ভোগে। গ্রামের যাতায়াতের প্রধান রাস্তা বেহাল দশা। গ্রামের সঙ্গে রাজ্য সড়কের জোগসূত্র কয়েকশো মিটার ইটের রাস্ত বেহাল! এই কয়েকশো মিটার রাস্তা পারাপার করতে হিমশিম খাচ্ছে গ্রামের মানুষ।
advertisement
বর্ষায় রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে, পারাপার করতে পিছলে পড়ে মানুষ। বিভিন্ন স্থানে নেই ইট জমা জল-কাদা, কোথাও ইট উঁচু কোথাও বা খাদ বর্ষায় পিচ্ছিল রাস্তা পারাপার করতে গিয়ে হাত পা ভেঙে দুর্ঘটনা ঘটেছে জানায় গ্রামের মানুষ। দশকের পর দশক ধরে রাস্তা বর্ষা এলে চলাচলের অযোগ্য। রাস্তা তৈরি হবে পঞ্চায়েতের পক্ষ থেকে মাপও হয়েছে তবে রাস্তার তৈরীর কাজ শুরু হয়নি।
advertisement
এলাকার মানুষ জানায় একাধিকবার প্রতিশ্রুতি মিলেছে তবে রাস্তার কাজ হয়নি আজও। স্থানীয় মানুষের অভিযোগ, জঞ্জালচক ও ছিট জঞ্জালিচক গ্রামের বসবাসকারী অধিকাংশ মানুষই শ্রমজীবী। তাদের অভিযোগ, রাজ্যজুড়ে বিভিন্ন প্রকল্পের সুবিধা রয়েছে সাধারন মানুষের জন্য তবে তারা অধিকাংশ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
advertisement
কবে ফিরবে হাল, সেদিকে তাকিয়ে গ্রামীণ মানুষগুলি। রাস্তা খারাপ হওয়ার ফলে ছেলে মেয়েদের স্কুল পাঠশালা এবং গ্রামের মানুষ বাজার দোকান থেকে কর্মসংস্থান যেতে সমস্যায় পড়তে হয়। এ প্রসঙ্গে আমতা-১ ব্লকের বিডিওর সঙ্গে কথা বলতে একাধিকবার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
advertisement
Rakesh Maity
Location :
First Published :
August 29, 2022 8:37 PM IST