জলরঙের সাহায্যে ১০৫টি রঙবেরঙের মিনিয়েচার ল্যান্ডস্কেপ ছবি, পাহাড় গাছ গাছালি গ্রাম নদী সমস্ত কিছুই স্পষ্ট ফুটে উঠেছে ক্ষুদ্র ছবিতে। ১০৫টি ছবির মধ্যে সর্বোচ্চ দৈর্ঘ্য ও প্রস্থ ২.৫ ও ২ সেন্টিমিটার এবং সর্বনিম্ন ছবির দৈর্ঘ্য ও প্রস্থ ১.৭ ও ১.৪ সেন্টিমিটার। পলকের মধ্যেই শুভদীপের শিল্পী প্রতিভায় কাগজের টুকরায় ফুটে উঠছে বিভিন্ন দৃশ্য।
advertisement
আরও পড়ুনঃ দিনের আলো ফুটলেই গ্রামের মানুষ আতঙ্কিত! কার তাণ্ডব হাওড়ার ডোমজুড়ে!
ছেলের রেকর্ডে বাবা-মা সহ পরিবার আত্মীয় পরিজন খুশি। যদিও শুরুতে অঙ্কনের প্রতি আস্থা ছিল না পরিবারের। শুভদীপ জানায়, ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভীষণ ভালোলাগা, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লেখাপড়াতেই বেশি মনোযোগ দেওয়া বায়োলজি বিষয়ে উচ্চ শিক্ষা শুভদীপের। করোনা সংক্রমণ এসে, মোড় ঘুরিয়ে দিয়েছে!
আরও পড়ুনঃ শহরের অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়াতে অভিনব ভাবনা 'ওল্ড এজ কেয়ার'- এর
এখন সারাদিন রঙ তুলি নিয়েই ব্যস্ত সে। তার তুলির টানে কখনও Acrylic রং দিয়ে ক্যানভাসে নানা চিত্র , জলরঙ এ নিসর্গ চিত্র, পেন্সিল স্কেচ,মাটির পাত্রে হস্তশিল্পের কাজ , বিভিন্ন হস্তশিল্পের কাজ। রঙ তুলিকে সামনে রেখেই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে শুভদীপ
Rakesh Maity