TRENDING:

Howrah News: হাওড়ায় 'দ্যা জঙ্গল বুক' গল্পে সেজে উঠছে কালীপুজোর মণ্ডপ

Last Updated:

গভীর জঙ্গলে গাছের ভিতর দিয়ে ঝুলছে বিষাক্ত সাপ। সেখানেই দেখা যেতে পারে ' মোগলি ' গাছের ডালে আপন মনে খেলে বেড়াচ্ছে। ইংলিশ বিখ্যাত লেখক রুডইয়ার্ড কিপলিং তার বিখ্যাত গল্প ' দ্যা জঙ্গল বুক ' এবার হাওড়ার পুজো মন্ডপে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : গভীর জঙ্গলে গাছের ভিতর দিয়ে ঝুলছে বিষাক্ত সাপ। সেখানেই দেখা যেতে পারে ' মোগলি ' গাছের ডালে আপন মনে খেলে বেড়াচ্ছে। ইংলিশ বিখ্যাত লেখক রুডইয়ার্ড কিপলিং তার বিখ্যাত গল্প ' দ্যা জঙ্গল বুক ' এবার হাওড়ার পুজো মন্ডপে। প্রায় দেড় থেকে দুমাস আগে শুরু হয় মন্ডপসজ্জা হাওড়া জগাছা ধাড়সা ইয়ুথ এসোসিয়েশন এর পুজো মন্ডপে। দ্য জঙ্গল বুকের প্রাকৃতিক দৃশ্য, মূল চরিত্র মোগলি এবং সমস্ত পার্শ্ব চরিত্রকেও ফুটিয়ে তোলা হচ্ছে এই থিমে, একদিকে যেমন কৃত্রিম গাছ জলাশয় রয়েছে সেই প্রকৃত গাছ।
advertisement

প্রায় এক বছরের বেশি সময় ধরে এই থিমকে প্রাণবন্ত করার জন্য পুজো উদ্যোক্তারা মাঠে গাছ লাগিয়েছেন যে গাছ ধীরে ধীরে বৃক্ষ আকার ধারণ করতে চলেছে এবং সেই সঙ্গে কৃত্রিম গাছ ও প্রকৃত গাছ থিমের জঙ্গলকে প্রকৃতির জঙ্গলের সঙ্গে সামঞ্জস্য তৈরি করেছে।  ধাড়সা ইউথ অ্যাসোসিয়েশনের পুজো মন্ডপে প্রথমেই দেখতে পাবেন একটি বিশাল আকার প্রবেশদ্বার, তারপরই জঙ্গল জলাশয় পোড়ো মন্দির যা ছোটদের সঙ্গে বড়দেরও মন ভরবে বলেই আশা করছেন পুজো উদ্যোক্তারা। দেখা যাবে বাঘের সঙ্গে লড়াই করছে মোগলি। কখনো আবার ভালুর সঙ্গে খেলছে মোগলি।

advertisement

এছাড়াও জঙ্গলে আছে হাতি, কচ্ছপ, হনুমান ও অনান্য বন্য প্রাণী। জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে একটি নদী। সেখানের জলে খেলছে কুমির, বক হাস। সংগঠনের সম্পাদক তাপস পাল জানান, ৫২ তম বর্ষে তাঁদের এবছরের পুজোর থিম “দ্যা জঙ্গল বুক"। টিভি বা সিনেমার জঙ্গল বুকের যে দূশ্য দর্শক বন্ধুরা দেখেছেন তাঁর কিছু মুহূর্ত এই থিমের মাধ্যমে এখানে দেখা যাবে বলে তিনি জানান। তিনি বলেন এমনকী জঙ্গল বুক গান ' জঙ্গল জঙ্গল পতা হে...' এখানে শোনা যাবে, সেই সঙ্গে নিশুতি জঙ্গলে গা ছম ছম ভাব এবং পশু পাখির ডাক শোনা যাবে, যা দর্শকরা মন্ডপে প্রবেশ করলে জঙ্গলের অনুভূতি পাবে।

advertisement

আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে বিনামূল্য প্রস্তুতি শিবির হাওড়ায়

View More

এই থিমে সঙ্গে সামঞ্জস্য রেখে গভীর জঙ্গলের পরিবেশ। যেখানে দেখা যাবে একদিকে পাহাড় সেই পাহাড়ের কোল থেকে জঙ্গল শুরু হয়েছে, জঙ্গলের মধ্যবর্তীতে একটি জলাশয়, সেই জলাশয়ের একদিকে পাহাড় অন্যদিকে পোড়ো মন্দির সেই মন্দিরের মধ্যেই মা কালীকে দেখা যাবে সেখানেই মায়ের আরাধনা অনুষ্ঠিত হবে। ক্লাবের সভাপতি কানাই জানা জানান, গত দুবছর কোভিড পরিস্থিতির জন্য সেভাবে জাঁকজমক হয়নি ধাড়সা ইউথ অ্যাসোসিয়েশনের পুজো। কিন্ত এবছর যেভাবে মন্ডপ সেজে উঠছে, শুরু থেকে মানুষের উৎসাহ রয়েছে, তাতে শিশুসহ সকলের মন জয় করবে এই থিম।

advertisement

আরও পড়ুনঃ অভাবের তাড়নায় লজ্জা ত্যাগ করে তেলেভাজার দোকান! অষ্টরানীর এখন দিন কাটছে সুখে

মনমুগ্ধকর থিমের পাশাপশি পুজোর পাঁচদিন এখানে অনুষ্ঠিত হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর হাওড়ার সেরা পুজো হওয়ার দৌরে তাঁরা থাকবেন এমনটাই আশাবাদী উদ্যোক্তারা, তাদের এই আকর্ষণীয় থিম কেন্দ্রকরে প্রচুর দর্শনার্থীরা আসবেন পুজো মন্ডপে, যা বিগত বছরগুলির দর্শক সংখ্যাকে ছাপিয়ে যাবে বলেই মনে করছেন এবার আশা প্রকাশ করেন ক্লাব সম্পাদক তাপস পাল সহ ক্লাবের প্রতিটি সদস্য-সদস্যা। এমনকী এই পুজোয় মহিলা সদস্যরাও পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর প্রস্তুতিতে মেতে উঠেছেন মন্ডপ সজ্জার শুরু থেকেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: হাওড়ায় 'দ্যা জঙ্গল বুক' গল্পে সেজে উঠছে কালীপুজোর মণ্ডপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল