ধীরে ধীরে গান তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। তারপর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বাউল গান করেই কাটে তার দিন। শিল্পী মানুষ তবুও সংসারের তাগিদে অন্য কাজে নিযুক্ত হয়েছিল সে, তবে সেকাজে কলিপদ নিজেকে বেঁধে রাখতে পারেনি বেশিদিন।
আরও পড়ুনঃ মর্মান্তিক! নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেলেন বৃদ্ধ!
advertisement
গানকে নিয়েই মহানন্দে কাটছিল বাউল শিল্পীর দিন। গান ছাড়া এক মুহূর্ত থাকেনা সে, তবে সেই গানের কাঁটা হয়ে দাঁড়ায় বিবাহিত জীবনের পর তার স্ত্রী। গানের অনুষ্ঠান করে ফিরলে তার স্ত্রী বাড়িতে জুড়ে দেয় অশান্তি, তা ছিল নিত্য দিনের ঘটনা।
আরও পড়ুনঃ একাধিক বার আবেদন করেও মেলেনি সরকারি পরিষেবা! ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ
শিল্পীর জীবনে স্ত্রীর অবহেলা। তবুও গান ছাড়েনি সে, তার এই জীবনকে নিয়েই বেঁধে ফেলেছেন গান। সেই গান হাওড়া হুগলি মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বাস ট্রেন বা পথে সেই গান করে বেড়াচ্ছে বাউল শিল্পী কালিপদ দাস।
Rakesh Maity