ঘটনাটির কথা ফোনে জানতে পারেন, ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুরের সক্রিয় সদস্য অভীক মাইতি। সে জানায়, ফোন করে দেউলি এলাকার বনি খান জানায় মাছ ধরার ‘ মুগরী’ তে আটকে পরেছে দুটি ছয়ফুটের কেউটে ও একটি তিন ফুটের চন্দ্রবোড়া সাপ। খবর শুনে তৎক্ষণাৎ পরিবেশকর্মী অভীক মাইতি এবং তার বন্ধু বিশ্বজিৎ মাইতিকে নিয়ে ঘটনাস্থলে রওনা দেয়। সেখান থেকে প্রথমে সাপগুলি উদ্ধার করে। যেই স্থান থেকে সাপ গুলি মুগরী তে ধরা পড়েছে। সেটাই তাদের বাসস্থান ওদের বেচেঁ থাকার আদর্শ স্থান। সে কথা ভেবে অভিক এবং বিশ্বজিৎ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরিবেশের পক্ষে সমস্ত বন্য প্রাণীর কিছু উপকারী গুণ রয়েছে।
advertisement
আরও পড়ুন: করমণ্ডল ট্রেন দুর্ঘটনার পর সক্রিয় পূর্ব রেল, আসছে একাধিক বদল! কী কী জানুন
আরও পড়ুন: সেই রানিনগরে মনোনয়ন জমায় ‘রামধনু’ জোট! প্রথম দিন তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল এলাকা
সেই দিক থেকে এই সমস্ত সাপের মত প্রাণীদের পরিবেশে গুরুত্ব পূর্ণ ভূমিকা রয়েছে। বেশ কিছুক্ষণ চেষ্টায় স্থানীয় দের তা বোঝানো সম্ভব হয়। ঘটনা স্থলে থেকে ১০০ মিটার এলাকার মধ্যে সাপগুলিকে মুক্ত করে দেওয়া সম্ভব হয়। যদিও ঘটনা স্থলের কাছাকাছি ছাড়া অনেক ক্ষেত্রে সম্ভব হয়না। তবে স্থানীয় বেশ কিছু মানুষের সহযোগিতায় সম্ভব হয় বলে জানা গেছে। উপস্থিত মানুষজনকে সাপের উপকারিতা বুঝিয়ে দেওয়ার পরেই এলাকাবাসী সম্মতি দেন। শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের এর প্রাণীবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সক্রিয় পরিবেশ কর্মী অভীক মাইতি বলেন বন্যপ্রাণ বাঁচাতে সর্বদা তৎপর ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপ।
রাকেশ মাইতি