TRENDING:

Hooghly News: হুগলিতে ব্যতিক্রমী ছবি! সংসার চালাতে কাপড়ে জরির কাজ পঞ্চায়েত উপপ্রধানের

Last Updated:

স্বামী দিনমজুর, নিজে রাত পর্যন্ত জরির কাজ করেন, সংসার চালাতে হিমসিম খাচ্ছেন পঞ্চায়েতের উপপ্রধান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুড়শুড়া: রাজ্যের অনেক পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এমনকি সাধারণ সদস্যদের আর্থিক বাড়বাড়ন্ত নিয়ে ভুরিভুরি অভিযোগ রয়েছে। কিন্তু এক ব্যতিক্রমী ছবি দেখা গেল পুরশুড়া ব্লকের চিলাডাঙ্গি গ্রাম পঞ্চায়েতে। স্বামী দিনমজুর, অন্যের জমিতে খেটে সংসার চালান। আর স্ত্রী উপপ্রধান হয়েও অনেক রাত পর্যন্ত কাপড়ে পাথর বসানোর কাজ করেন। এভাবেই সংসার চলে পঞ্চায়েতের উপপ্রধান রেনুকা বারিকদের।
advertisement

নিজেদের জমিজমা কিছু নেই। সম্বল বলতে দু'কামরা বাড়ি। পাঁচ বছর উপপ্রধান থাকার পরেও তাঁদের আর্থিক অবস্থার কোনও বদল ঘটেনি। এমনকি আবাস যোজনার ঘর পর্যন্ত নেন নি। তাঁদের দুই ছেলে। বড় ছেলে সামনের বছর মাধ্যমিক দেবে। তার বইকেনা ও টিউশনি খরচ জোগাতেও হিমশিম খেতে হয়। স্থানীয় এলাকার বাসিন্দারা বলছেন কোনরকমই সংসার চালায় তাদের উপপ্রধান।

advertisement

আরও পড়ুন: এ কেমন কাণ্ড! ইনোভা গাড়িতে লুকিয়ে ২টি গরু, গাড়ি কারা চালাচ্ছিল

এই বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান জানান,  "সংসার চালাতে হিমশিম খেতে হয়। অফিসের কাজকর্ম সেরে জরির কাজ করি। বিশেষ করে কাপড়ে পাথর বসানোর পর ৪০ টাকা কোনও রকমে পাই এবং সেটাকেও সংসারের কাজে লাগাতে হয়। এভাবেই দিনের পর দিন কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। তবে সৎ পথেই আছি আর সারা জীবনই থাকব।"

advertisement

View More

অন্যদিকে উপপ্রধানের স্বামী জানিয়েছেন "সংসার চালাতে দিনমজুরির কাজ করতে হয়। তিনি বলেন বহুদিন ধরেই এভাবেই কষ্ট মধ্য দিয়ে সংসার চলছে। তবে তাতে কোন দুঃখ নেই।"

আরও পড়ুন: পঞ্চায়েতের কাজে আদৌ খুশি ছিটমহলের বাসিন্দারা? জানুন কী বলছেন তাঁরা

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন "পঞ্চায়েতের উপপ্রধান এবং তার স্বামী খুবই ভাল মানুষ। বিশেষ করে এরা একদিকে যেমন কাজ করে সংসার চালায় অন্যদিকে এলাকার মানুষেরও পাশে থাকে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: হুগলিতে ব্যতিক্রমী ছবি! সংসার চালাতে কাপড়ে জরির কাজ পঞ্চায়েত উপপ্রধানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল