TRENDING:

Hooghly News: বেগুন প্রেমীদের সুখবর, রাসায়নিক বিহীন বেগুন পৌঁছাবে খাবার প্লেটে

Last Updated:

বেগুনে লাগবে না আর পোকা। বিনা রসায়নিক  ব্যবহার করে এবার চাষিরা বেগুনের রোগ পোকার হাত থেকে রক্ষা পাবেন। হুগলি জেলার উদ্যান পালন দফতর প্রশিক্ষণ দিচ্ছে জেলার বেগুন চাষীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: বেগুনে লাগবে না আর পোকা। বিনা রসায়নিক ব্যবহার করে এবার চাষিরা বেগুনের রোগ পোকার হাত থেকে রক্ষা পাবেন। হুগলি জেলার উদ্যান পালন দফতরের পক্ষ থেকে ইতি মধ্যে সেই প্রশিক্ষণ করছে জেলার বেগুন চাষী দের। সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে পোকা থেকে মিলবে মুক্তি একই সঙ্গে ক্ষতি কারোক রসায়নিক বিহিন বেগুন পৌঁছান আমার আপনার খাবার প্লেটে।
advertisement

জৈবিক এই পদ্ধতিতে একটি হলুদ রঙের আঠাযুক্ত প্যাড ব্যবহার করা হয়েছে। হলুদ রং ব্যবহার করার কারণ পোকারা হলুদ রং দেখে আকৃষ্ট হয়। একইসঙ্গে ব্যবহার করা হয়েছে ফেরোমন ট্র্যাপ। যা হল এক ধরনের হরমন। কিট পতঙ্গরা এই ফেরোমন নামক হরমোনের গন্ধে আকৃষ্ট হয়ে ধরা পড়বে এই ট্রাপ এর মধ্যে এবং সেখানেই মারা যাবে।

advertisement

এই ভাবে পোকাদের বংশবৃদ্ধি কম করিয়ে ক্ষতিকারক রোগ প্রকার হাত থেকে রেহাই পাওয়া যাবে। আগের রোগ পোকা মারার জন্য ব্যবহার করা হত ক্ষতিকারক রাসায়নিক কীটনাশক। যা খাবারের সঙ্গে মানুষের পেটেও চলে গিয়ে নানা রকমের অসুখ তৈরি করত। এখন থেকে আতমা প্রকল্পের মাধ্যমে জৈবিক ভাবে পোকার হাত থেকে রেহাই পাওয়া তে ক্ষতিকারক রাসায়নিক বিহীন ফসল উৎপন্ন হবে।

advertisement

আরও পড়ুন: Rashifal 2023|Lord Hanuman Blessings: পবনপুত্র হনুমানের কৃপায় এই চার রাশির মানুষের উল্কার গতিতে উন্নতি হয় জীবনে, টাকা-পয়সার বন্যা বয়ে যায়

View More

আতমা প্রকল্পের অধিকর্তা প্রিয় লাল মৃধা বলেন, আতমা প্রকল্পের মাধ্যমে হর্টিকালচার দপ্তরের পক্ষ থেকে চাষীদের নতুন নতুন চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যে সমস্ত পোকা উড়ে বেড়ায় তার জন্য জমিতে হলুদ ফাঁদের ব্যবস্থা করা হয়। এর ফলে পোকা যখনই ওই হলুদ ফাঁদের উপর বসে তখনই তাদের মৃত্যু হয়।

advertisement

আরও পড়ুন: Birbhum News: জীবন ঝুঁকি নিয়ে পারাপার ভারী গাড়ির, মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে এই সেতুতে!

এছাড়া নলি পোকার হাত থেকে আধুনিক যন্ত্রের সাহায্যে তাদের আবদ্ধ করা হয় এবং সেখানেই তাদের মৃত্যু হয় । ফলে বেগুন চাষে ওষুধের ব্যবহার কম লাগে এবং মানুষের জীবনে রোগও কম হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

রাহী হালদার

advertisement

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বেগুন প্রেমীদের সুখবর, রাসায়নিক বিহীন বেগুন পৌঁছাবে খাবার প্লেটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল