আরও পড়ুন: মড়া সেজে রাস্তায় শুয়ে চলল প্রতিবাদ! কারণ জানলে অবাক হবেন
নিক্ষয় মিত্র কর্মসূচির মাধ্যমে আরামবাগের ঐক্যবদ্ধ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট যক্ষামুক্ত ভারত গড়তে অঙ্গীকারবদ্ধ হয়েছে। আর্থিকভাবে অসচ্ছল, পিছিয়ে পড়া পাঁচটি যক্ষা রোগীর পুষ্টির দায়িত্ব নিয়েছে তারা। যত মাস ধরে এই সকল রোগীদের ডটের অধীনে চিকিৎসা চলবে তত মাস ঐক্যবদ্ধ তাঁদের বাড়িতে পুষ্টিকর খাদ্য সামগ্রী পৌঁছে দেবে। যাতে তারা দ্রুত যক্ষা থেকে সুস্থ হয়ে ওঠেন।
advertisement
এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনটির এক সদস্য জানান, স্বাস্থ্য দফতরের উদ্যোগে শুরু হয়েছে নিক্ষয় মিত্র কর্মসূচি। এবার বেশি সংখ্যক যক্ষা রোগীদের সংযোগ করা হচ্ছে। এই মুহূর্তে আরামবাগে বেশ কয়েক জন যক্ষা রোগীর সন্ধান পাওয়া গেছে।
অন্যদিকে স্বাস্থ্য আধিকারিক অনুপম বিশ্বাস জানিয়েছেন, নিক্ষয় মিত্র কর্মসূচি মহুকুমাজুড়ে শুরু হয়েছে। মূলত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া রোগীদের সাহায্যের জন্য সচ্ছলের এগিয়ে আসার আবেদন জানানো হচ্ছে। এতে পুষ্টিকর খাবার পেয়ে রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
শুভজিৎ ঘোষ