আরও পড়ুন: মাটির ভাঙা ঘরে থাকেন দু’বারের পঞ্চায়েত সদস্য! অপর্নার আশা এবারেও জিতবেন
হুগলির গোঘাট-২ ব্লকের বেঙ্গাই পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম সেনাই আদিবাসী পাড়া। দীর্ঘ কয়েক বছর ধরে এখানকার রাস্তার বেহাল অবস্থা। গ্রামবাসীদের দাবি, রাস্তা এতটাই খারাপ যে বাড়ি থেকে বের হতে পারছেন না। তাঁদের অভিযোগ, নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল রাস্তা সরানোর প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেননি। বারবার স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের কাছে এই বিষয়ে দরবার করলেও কাজের কাজ হয়নি। এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় বিপদের সম্মুখীন হতে হয়। ফলে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা।
advertisement
এক গ্রামবাসীর দাবি, সিপিএম আমল থেকেই রাস্তার অবস্থা খারাপ। তবু বাম আমলে মোরাম ফেলে রাস্তা মেরামতি করা হলেও পরবর্তীতে আর কাজ না হওয়ায় তা পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্কুলের ছোট ছোট ছেলেমেয়ে থেকে শুরু করে পথ চলতি মানুষ, সকলেই এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বিপদে পড়ছেন। এই অবস্থায় গ্রামবাসীরা স্পষ্ট জানিয়েছেন, রাস্তা সারাই হলে তবেই তাঁরা ভোট দিতে যাবেন।
শুভজিৎ ঘোষ