ভিন্ন মানুষের ভিন্ন মত রয়েছে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে। কিছু মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম অর্থাৎ জেন-জি বলছে তার একাই কাটাবে এই ভ্যালেন্টাইন ডে। আবার অনেকে বলছেন ভ্যালেন্টাইন ডে মানেই অতিরিক্ত খরচ। তবে ভালবাসার দিনে আবার সরস্বতী পুজো পড়ায় আনন্দ দ্বিগুণ হবে।
আরও পড়ুন: মেডিক্যাল অফিসার নিয়োগের বিরাট সুযোগ! জেনে নিন বিস্তারিত
advertisement
স্ট্রান্ড ঘাটে এক যুগল জানায়, আগামী ভ্যালেন্টাইন্স ডে তে তারা বিয়ের প্রস্তুতি করছে। তাদের কাছে ভ্যালেন্টাইন্স ডের বড় গিফট হবে তাদের দুজনের বিয়ে। অন্য এক কলেজ ছাত্রী জানান, তিনি যেহুতু সিঙ্গেল সেই কারণে ভ্যালেন্টাইন্স ডে গাছ লাগাবেন। সেই কথা শুনে তাকে অভিবাদন করে তাঁর অন্য বন্ধুরাও।
আরও পড়ুন: অবশেষে শুরু প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া! চাকরি প্রার্থীদের চোখে জল মুখে হাসি
অন্য এক তরুণ জানায় ভ্যালেন্টাইন ডে মনে অতিরিক্ত খরচ। তাই সে নিজের সঙ্গেই কাটাবে সেই দিন। বাকি কয়কজন জানান, অন্যান্য দিনের মতন কাটবে তাদের এই বছরের ভ্যালেন্টাইনস ডে। সবশেষে এই ভ্যালেন্টাইন্স ডে তে কারুর হৃদয় জুড়ুক বা কারোর হৃদয় ভাঙুক ! তবে ভালবাসা তার রূপ পরিবর্তন করে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতেই থাকবে।
রাহী হালদার