আরও পড়ুন, হেরে গেলেন মুখ্যমন্ত্রী, মিজোরাম দখল করল জেডপিএম! ব্যর্থতাই সঙ্গী কংগ্রেসের, জোড়া আসন বিজেপির
আরও পড়ুন, ২ হাজার কোটি থেকে ৯২ হাজার কোটি! বিধানসভায় স্বনির্ভর গোষ্ঠী’ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
টানা ১৭ দিন ধরে খাওয়া দাওয়া ভুলে কেবলই চোখের জলে প্রার্থনা করে গেছেন মা। বর্তমানে চরম অসুস্থতায় আছেন জয়দেবের মা। ১৭ দিন ধরে কেবলই প্রার্থনা করেছেন উত্তরকাশী সুরঙ্গে আটকে থাকা ছেলের মুক্তি। এদিন দুই পরিবারে উৎসবের আমেজ দেখা গেল।
advertisement
সৌভিক ও জয়দেব জানান, “পরিবারের সঙ্গে দেখা হবে, তাই খুবই লাগছে। আমরা টানেলের ভিতরে কাজ করছিলাম। তারপরে শুনলাম ধস নেমে ট্রানেল বন্ধ হয়ে গিয়েছে। প্রথমে খুবই ভয় পেয়ে গেছিলাম তারপর মনের জোর সংগ্রহ করে ভেতরে ছিলাম। কোম্পানি থেকে শুরু করে সকলেই সহযোগিতা করেছেন। প্রচন্ড টেনশনে ছিলাম।” সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘আবারও কোম্পানিতে ফিরে যাব।





