আরও পড়ুন: কুসংস্কারের বলি! নতুন শাড়ি আগুনে ঠেকিয়ে পরতে গিয়ে অগ্নিদগ্ধ মহিলা, তারপর যা হল…
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈদ্যবাটির দিক থেকে সিঙ্গুরের দিকে যাচ্ছিল লরিটি। পিয়ারাপুরের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি বাইককে সজোরে ধাক্কা মারে। এরপর লরিটি রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায়। বাইক চালাচ্ছিলেন এক যুবক, তাঁর পিছনে বসেছিলেন এক যুবতী। লরির ধাক্কায় ওই যুবক ও যুবতী দুজনেই গুরুতর আহত হন। বাইকটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ এসে আহত দু’জনকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিসকরা ওই দুই বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
মৃত দু’জনের বাড়ি বলাগড়ে। তবে তাঁদের সম্পূর্ণ পরিচয় জানা যায়নি, তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে ঘাতক লরির চালক পালিয়ে যায়। পরে ক্রেন নিয়ে এসে নয়নজুলি থেকে লরিটিকে তোলা হয়। স্থানীয়দের অভিযোগ, এর আগে একই জায়গায় দুর্ঘটনা ঘটেছে। ওই রাস্তা দিয়ে বেপরোয়া গাড়ি চলাচল করে বলে স্থানীয়রা জানিয়েছেন। গোটা ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ এলাকাবাসী
রাহী হালদার