TRENDING:

Hooghly News: মাছ মাংস মিষ্টিতে এলাহি আয়োজন কলেজ ক্যান্টিনেই! নেতার ছেলের আইবুড়ো ভাতে বিতর্ক!

Last Updated:

কলেজ চলাকালীন ক্যান্টিনে আয়োজন করা হয়েছিল আইবুড়ো ভাতের। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে শুরু হয়েছে বিতর্ক। শুধুমাত্র কি প্রভাবশালী নেতার ছেলে হওয়ার জন্য এই রকম আয়োজন? প্রশ্ন করছেন অনেকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: কলেজে ফেয়ার ওয়েলের অনুষ্ঠান, নবীন বরণ, বার্ষিক অনুষ্ঠান বা মনিষীদের জন্ম বা মৃত্যুবার্ষিকী পালন তো খুবই চেনা ছবি। কিন্তু কখনও দেখেছেন কলেজের মধ্যে কোনও কর্মীর আইবুড়ো ভাত খাওয়ানোর অনুষ্ঠান হতে? তাও হল, প্রভাবশালী এক নেতার ছেলের বিয়ে আসছে বলে কথা।
advertisement

কলেজ চলাকালীন ক্যান্টিনে আয়োজন করা হয়েছিল আইবুড়ো ভাতের। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে শুরু হয়েছে বিতর্ক। শুধুমাত্র কি প্রভাবশালী নেতার ছেলে হওয়ার জন্য এই রকম আয়োজন? প্রশ্ন করছেন অনেকেই।

আরও পড়ুন: এবারের পঞ্চায়েত ভোট 'ডু অর ডাই'-এর লড়াই... বড়জোড়ার সভায় মন্তব্য শুভেন্দু অধিকারীর

দিন দুয়েক হল এরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যা নিয়ে বিতর্ক একবারে তুঙ্গে। ভাত সব্জির পাশপাশি মাছ, মাংস, দই, মিষ্টি দিয়ে পরিপাটি করে সাজানো খাবারের থালা! একেবারে এলাহি আয়োজন।

advertisement

View More

আরও পড়ুন: বাড়ল শহরের উষ্ণতা! লঞ্চ হল ফেস ক্যালেন্ডার; কলকাতার পাঁচতারা হোটেলে যেন চাঁদের হাট

ভিডিওর সত্যতা যাচাই করা না গেলেও যেটা জানা যাচ্ছে, ভিডিওটি তারকেশ্বর ডিগ্রি কলেজের। যাঁকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, তিনি তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বপন সামন্তর ছেলে অর্ণব সামন্ত। তারকেশ্বর ডিগ্রি কলেজের ল্যাব অ্যাটেনন্ডেন্ট পদে কর্মরত। অনেকেই বলছেন, প্রভাবশালী হলে সবই সম্ভব।

advertisement

কলেজের মধ্যে এই অনুষ্ঠান কেন? এই বিষয়ে কলেজের অধ্যক্ষ অমলকান্ত হাটি জানিয়েছেন, কলেজের ক্যান্টিনে একটি অনুষ্ঠান করা হয়েছিল। কলেজ স্টাফ অর্ণব সামন্ত তাঁর বন্ধুদের নিয়ে এই অনুষ্ঠান করেন। অধ্যক্ষ জানান, কলেজের মধ্যে হলেও কলেজ কর্তৃপক্ষ কোন টাকা পয়সা খরচ করে এই অনুষ্ঠান করেনি। যদিও এবিষয়ে কলেজ স্টাফ অর্ণব সামন্তর কাছে জানতে চাওয়া হলে ক্যামেরার মুখোমুখি হতে অস্বীকার করেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘটনা প্রসঙ্গে তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিং রায় জানান, ''ভিডিওটি আমি দেখিনি তবে এই ধরনের অনুষ্ঠান যদি হয়ে থাকে সেটা ভুল। দলের তরফ থেকে ভুল স্বীকার করছি, শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হওয়া উচিত নয়।''

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: মাছ মাংস মিষ্টিতে এলাহি আয়োজন কলেজ ক্যান্টিনেই! নেতার ছেলের আইবুড়ো ভাতে বিতর্ক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল