কলেজ চলাকালীন ক্যান্টিনে আয়োজন করা হয়েছিল আইবুড়ো ভাতের। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে শুরু হয়েছে বিতর্ক। শুধুমাত্র কি প্রভাবশালী নেতার ছেলে হওয়ার জন্য এই রকম আয়োজন? প্রশ্ন করছেন অনেকেই।
আরও পড়ুন: এবারের পঞ্চায়েত ভোট 'ডু অর ডাই'-এর লড়াই... বড়জোড়ার সভায় মন্তব্য শুভেন্দু অধিকারীর
দিন দুয়েক হল এরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যা নিয়ে বিতর্ক একবারে তুঙ্গে। ভাত সব্জির পাশপাশি মাছ, মাংস, দই, মিষ্টি দিয়ে পরিপাটি করে সাজানো খাবারের থালা! একেবারে এলাহি আয়োজন।
advertisement
আরও পড়ুন: বাড়ল শহরের উষ্ণতা! লঞ্চ হল ফেস ক্যালেন্ডার; কলকাতার পাঁচতারা হোটেলে যেন চাঁদের হাট
ভিডিওর সত্যতা যাচাই করা না গেলেও যেটা জানা যাচ্ছে, ভিডিওটি তারকেশ্বর ডিগ্রি কলেজের। যাঁকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, তিনি তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বপন সামন্তর ছেলে অর্ণব সামন্ত। তারকেশ্বর ডিগ্রি কলেজের ল্যাব অ্যাটেনন্ডেন্ট পদে কর্মরত। অনেকেই বলছেন, প্রভাবশালী হলে সবই সম্ভব।
কলেজের মধ্যে এই অনুষ্ঠান কেন? এই বিষয়ে কলেজের অধ্যক্ষ অমলকান্ত হাটি জানিয়েছেন, কলেজের ক্যান্টিনে একটি অনুষ্ঠান করা হয়েছিল। কলেজ স্টাফ অর্ণব সামন্ত তাঁর বন্ধুদের নিয়ে এই অনুষ্ঠান করেন। অধ্যক্ষ জানান, কলেজের মধ্যে হলেও কলেজ কর্তৃপক্ষ কোন টাকা পয়সা খরচ করে এই অনুষ্ঠান করেনি। যদিও এবিষয়ে কলেজ স্টাফ অর্ণব সামন্তর কাছে জানতে চাওয়া হলে ক্যামেরার মুখোমুখি হতে অস্বীকার করেন তিনি।
ঘটনা প্রসঙ্গে তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিং রায় জানান, ''ভিডিওটি আমি দেখিনি তবে এই ধরনের অনুষ্ঠান যদি হয়ে থাকে সেটা ভুল। দলের তরফ থেকে ভুল স্বীকার করছি, শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হওয়া উচিত নয়।''