স্থানীয় সূত্রে খবর, শ্রীরামপুরের ঠাকুরবাড়ি স্ট্রিটের একটি বাড়িতে ভাড়া থাকত ধৃত টুটু চৌধুরী। সে এক বন্ধুর দুই মেয়েকে সম্প্রতি খাওয়ার জন্য বাড়িতে নিমন্ত্রণ করে। তখনই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে বলে অভিযোগ। ধৃত অলক দেবনাথ ও কিশোর দাসকেই ওই মহিলা দুই অল্পবয়সী মেয়ের যৌন হেনস্থা করার জন্য বাড়িতে ঢুকিয়েছিল বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। স্থানীয়দের দাবি, নিজের লক্ষ্য পূরণের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিল টুটু চৌধুরী। কিন্তু তার বন্ধুর দুই মেয়ে শেষ মুহূর্তে চেঁচামেচি করায় প্রতিবেশীরা ছুটে আসেন। আর তাতেই সব ভেস্তে যায়। স্থানীয়দের দেখে দৌড়ে পালিয়ে যায় অলোক ও কিশোর।
advertisement
আরও পড়ুন: মদের ঠেকে গিয়ে বচসায় জড়িয়ে পড়েছিলেন, মর্মান্তিক মৃত্যু প্রৌঢ়ের
এরপর অল্পবয়সী ওই দুই মেয়েকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যায় এলাকার লোকজন। প্রাথমিক চিকিৎসার পর তারা কিছুটা স্বাভাবিক হয়ে ওঠে। এরপর টুটু চৌধুরীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে তারা। তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়ার সূত্র থেকে সোমবার বিকেলে অলোক দেবনাথ ও কিশোর দাসকে গ্রেফতার করা হয়। ধৃত ওই দুজনের বাড়ি শ্রীরামপুরের মাহেশ কলোনিতে।
রাহী হালদার






