১২ তম ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয় উত্তরপ্রদেশের সাহারানপুরের ইনডোর হল শিব মন্দিরে। এটি মার্শাল আর্টের একটি অংশ, যার উৎপত্তি হয়েছে উজবেকিস্তানে। মোট ২০ টি রাজ্য ও ৬০০ এর বেশি প্রতিযোগী এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ থেকে ১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপে। সেখানেই তিনটি পৃথক স্তরে পদক পায় বৈদ্যবাটির তামান্না পাল, সৃজনা সরকার ও অর্পিতা মণ্ডল।
advertisement
আরও পড়ুন: দৌড়ে এসে গলায় কামড়! কুকুরের আতঙ্কে ভুগছে মহিষাদল, ২০ জনেরও বেশি আহত
তামান্না ৫৭ কেজি বিভাগে তৃতীয় হয়। সৃজনা ৪৮ কেজি বিভাগে ও অর্পিতা ৬৩ কেজি বিভাগে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পায়। জানুয়ারি মাসের ১৬ তারিখে এই প্রতিযোগিতার শুরু হয়। ১৮ জানুয়ারি কুরাসে এই তিন বঙ্গকন্যা তৃতীয় স্থান অধিকার করে। এরা সকলেই বৈদ্যবাটির বাসিন্দা। আট-দশ বছর ধরে কোচ প্রবীর কুমার সিনহার কাছে প্রশিক্ষণ নিচ্ছে। এর আগে বিভিন্ন রাজ্যে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এই বছর জুনিয়ার হয়েও তিন ছাত্রী সিনিয়র ন্যাশনালে অংশগ্রহণ করে।
এই সাফল্য প্রসঙ্গে সৃজনা জানায়, সে ৬ বছর বয়স থেকে প্রশিক্ষণ নিচ্ছে। এর আগে রাজ্য স্তরে বহু সাফল্য পেয়েছে। আগামীদিনে আরও ভাল কিছু করার ইচ্ছা আছে তার।