একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে দুমরে মুচরে যায় গাড়িটি। ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। আহত হন বাকিরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ। মৃত ব্যক্তিদের মধ্যে ছিলেন বছর ৫০ বয়সী শঙ্কর রাও। বছর ৪৮ এর পার্বতী দাস ও তাদের গাড়িচালক বছর ২৭ বয়সী ইব্রাহীম গাজী। মৃত গাড়ি চালকের বাড়ি চুঁচুড়ার সোনাটুলি এলাকায়। অন্য দুইজন মৃতদের বাড়ি ব্যান্ডেল এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ ভেঙে পড়ল চন্দননগর মহকুমা আদালতের ছাদের একাংশ!
সোমবার সকালেই পথ দুর্ঘটনার খবর পাওয়ার পর ব্যন্ডেল থেকে উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দেন পর্যটকদের পরিবার। দূর্ঘটনায় মৃত শঙ্কর রাও এর মেয়ে প্রভা রাও বলেন, পুরীর মন্দিরে পুজো দেওয়ার মানসিক ছিল তার বাবার। সেই উদ্দেশ্যেই পরিবার এবং পরিচিত কয়েকজনকে নিয়ে গতকাল রাতে গাড়ি করে বেরিয়েছিল। সোমবার সকাল ছটার সময় উড়িষ্যা থেকে খবর পাই দূর্ঘটনা হয়েছে। দূর্ঘটনায় মৃত্যুর খবরে শোকের ছায়া ব্যান্ডেল ও সোনাটুলি এলাকায়।
Rahi Haldar