আরও পড়ুন: ছবি এঁকে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ক্লাস টুয়েলভের ছাত্রী
হেলিকপ্টার থেকে মর্তে দেব কারিগর বিশ্বকর্মার নেমে আসার এই থিম প্রসঙ্গে স্টিল ফার্নিচার দোকানের মালিক চিরঞ্জিত খামরুই জানান, প্রতিবছরই বিশ্বকর্মা পুজোর সময় বিভিন্ন আদলে ঠাকুর তৈরি করা হয়। সেই ধারাবাহিকতা মাথায় রেখেই তিনি এবার এমন উদ্যোগ নিয়েছেন।
advertisement
এদিকে খানাকুলের প্রতিমা শিল্পী বিশ্বজিৎ দাস নানান আঙ্গিকে প্রতিমা তৈরি করার জন্য বিখ্যাত। তবে তার তৈরি এই বিশ্বকর্মা ব্যাপক সাড়া ফেলেছে সর্বত্র। এমন ভাবনা কেন তা ব্যাখ্যা করতে গিয়ে ওই প্রতিমা শিল্পী জানান, প্রতিবছরই বিভিন্ন আঙ্গিকে প্রতিমা তৈরি করেন। এবছর আরও খানিকটা চেষ্টা করে এমন ঠাকুর বানিয়েছেন। পুরোটাই নিজের ভাবনা থেকে করেছেন বলে জানান। মানুষের ভালোলাগায় তিনি খুশি এমনটাই জানিয়েছেন ওই শিল্পী।
advertisement
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2023 3:54 PM IST





