স্থানীয় সূত্রে খবর, চুঁচুড়া রবীন্দ্র নগর এলাকায় একটি মোবাইল টাওয়ারে প্রায়ই এসে বসে একটি গোল্ডেন ঈগল পাখি। হঠাৎ করে স্থানীয় কয়েক জন যুবক দেখতে পান পাখিটি একটি মোবাইল টাওয়ারের উপর থেকে না উড়ে সোজা পড়ে যাচ্ছে একটি বাড়ির ছাদের উপরে। তাকে সেখান থেকে উদ্ধার করে চুঁচুড়ায় রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান কার পশু চিকিৎসক জয়জিৎ মিত্র পাখিটির চিকিৎসা করেন।
advertisement
আরও পড়ুন: মাসে খরচ মাত্র ৫০০ টাকা! রোগীর প্রাণ বাঁচাতে চাইলে আপনি দত্তক নিতে পারবেন কাউকে
স্থানীয় উদ্ধারকারী যুবক সঞ্জয় কর জানান, মোবাইল টাওয়ার থেকে কোন ভাবে পরে যায় পাখিটি। সম্ভবত তড়িদাহত। আমরা পাখিটিকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ হয়ে উঠছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আবার ছেড়ে দেওয়া হবে নয়ত বন দফতরের হাতে তুলে দেওয়া হবে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
এই বিষয়ে পশু চিকিৎসক জয়জিত মিত্র জানান,দু এক দিন ওষুধ খেলে সুস্থ হয়ে উঠবে পাখিটি। এই ধরনের পাখি আজকাল লোকালয়ে খুব কমই দেখা যায়। সম্ভবত ইলেকট্রিক শক খাওয়ার কারণে পাখিটি অসুস্থ হয়ে পড়েছিল। তবে দু তিন দিনের মধ্যে পাখিটি আবারও সুস্থ হয়ে যাবে।
রাহী হালদার