আরও পড়ুন: ইটভাটা থেকে উদ্ধার পাঁচ বছরের শিশু
১৯৯৪ সালে এই স্কুলে প্রথম শিক্ষকতা শুরু করেছিলেন দিবাকরবাবু। তারপরে স্কুলের ভাল-মন্দের সঙ্গে মিশে গেছেন। বর্তমানে এই স্কুল রাজ্যের প্রথম সারির স্কুলগুলির মধ্যে অন্যতম। এই সাফল্যে তাঁর অবদান মনে রেখেছে সবাই। দীর্ঘ কর্মজীবনে ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক সহ স্কুলের কর্তৃপক্ষ সকলের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন। আর তাই তাঁর অবসরের দিনে সবার মন ভারাক্রান্ত। তবুও সকলেই চেয়েছিলেন প্রিয় শিক্ষককের বিদায়ের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে। তাই তাঁকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে সকলে মিলে বাড়িতে পৌঁছে দেন।
advertisement
এমন অভিনব বিদায় সংবর্ধনা পেয়ে আপ্লুত দিবাকর মান্না জানান, প্রায় ৩০ বছর স্কুলে শিক্ষকতা করেছেন। শুধু পড়াশুনা নয়, বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতেন। অবসরের দিন তাঁর মনও ভারাক্রান্ত। তারই মধ্যে সকলের এই ভালবাসা তাঁর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান। স্কুলের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায় বলেন, দিবাকরবাবু প্রত্যেকের প্রিয় শিক্ষক ছিলেন। তাই তাঁর অবসরের দিনটিকে স্মরণীয় করে রাখতে এমন বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
শুভজিৎ ঘোষ