উল্লেখ্য, ওই এলাকার বাসিন্দা অভিজিৎ হাজরা বহু যুবক-যুবতীকে আরামবাগ মেডিক্যাল কলেজে চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন। সেই নিয়ে গত ১০ এপ্রিল তাঁর বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান ওই সমস্ত প্রতারিত চাকরিপ্রার্থীরা। তখনই অভিজিৎ হাজরার পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব ওই টাকা ফিরিয়ে দেবেন। কারণ তিনিও প্রতারণার শিকার হয়েছেন।
advertisement
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোকা কি বাংলায় আছড়ে পড়তে পারে? ঝড়ের গতিপথ কোনদিকে? রাজ্যে ঝড়-বৃষ্টির বড় খবর!
আরও পড়ুন: জন্মস্থল ফিরে পেতে চায় শ্রীরামপুর কলেজ! সরকারের কাছে দাবি, ফিরুক ‘অলডিন হাউস’
অভিজিৎ সম্পর্কে আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারীর ভাগনা হন। অভিজিৎ ও তাঁর বাবা জানান, ‘এই ঘটনার সঙ্গে পৌরপ্রধান সমীর ভান্ডারীর কোনও সম্পর্ক নেই। এক ব্যক্তির ফাঁদে পা দিয়ে অভিজিতও প্রতারিত হয়েছেন। সেই ব্যক্তি ১২-১৩ লাখ টাকা নিয়ে পালিয়েছে। অভিজিৎ ও তাঁর বাবা নিজেদের জমি বিক্রি করে ওই টাকা ফেরত দিয়ে দিচ্ছেন চাকরিপ্রার্থীদের।’
শুভজিৎ ঘোষ