TRENDING:

Saraswati Puja: থিমের সরস্বতী পরিবেশ ভারসাম্যের পাঠ দেবে!

Last Updated:

দুর্গা পুজোয় থিম দেখতে অভ্যস্ত বাঙালি। কিন্তু এবার সরস্বতী পুজোতেও থিমের ছোঁয়া! তাও আবার হুগলির গোঘাটের প্রত্যন্ত একটি গ্রামে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: দুর্গা পুজোয় থিমের চমকের সঙ্গে বাঙালি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু এবার সরস্বতী পুজোতেও থিমের ঝলকানি, তাও প্রত্যন্ত গ্রামীণ এলাকায়! থিমের সরস্বতী পুজো করে তাক লাগিয়ে দিয়েছে গোঘাটের উদীয়মান ক্লাব। তাদের থিমের বিষয় 'বিশ্ব উষ্ণায়ন'।
advertisement

বৃহস্পতিবার সরস্বতী পুজো। তবে বুধবার বিকেলেই তিথি অনুযায়ী পড়ে যাচ্ছে পঞ্চমী। তার আগেই গোঘাটের এই থিমের সরস্বতী মণ্ডপের দ্বার খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। আর এই থিমে পুজো দেখে ব্যাপক খুশি এলাকার মানুষ।

এই থিমের বিষয়ে উদীয়মান ক্লাবের সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী বলেন, "এই বছর আমাদের সরস্বতী পুজো ৫০ বছর পূর্ণ করছে। সেই উপলক্ষেই এই থিম ভাবনা।" বিশ্ব উষ্ণায়ন দূর করার বার্তা দিতেই তাঁরা এমন একটি থিম বেছে নিয়েছেন বলে জানান। ভাবনা ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বনাথবাবু বলেন, থিমের সামনেই মহাদেবর মূর্তি বসানো আছে। কারণ দেবাদীদেব সৃষ্টির আদি রূপ। তাঁর মধ্য দিয়েই দেবী সরস্বতী পৃথিবীতে এসেছেন। সরস্বতী পৃথিবীতে এসে আমাদের বিদ্যা দান করেছে এবং কীভাবে সবুজ রক্ষা করতে হয় সেই ব্যাপারে আমাদেরকে ধারণা দিয়েছেন। কিন্তু মানুষ পাপী। তারা নিজেদের স্বার্থে পৃথিবীকে ব্যবহার করছে এবং ধ্বংস করছে।এরফলে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে। আমরা তাই এই দুটো বিষয়কে পাশাপাশি রেখে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সাধারণ মানুষকে সজাগ করতে চেয়েছি।

advertisement

আরও পড়ুন: শিলিগুড়ির হসপিটাল মোড় যেন একদিনের 'সরস্বতী হাট'!

View More

অন্যদিকে থিমের মৃৎশিল্পী জানান, সামনেই মহাদেবকে রেখে এবং বিভিন্ন রকম ফুলের কাজ করেছি যাতে বিশ্ব উষ্ণায়ন নিয়ে সজাগ করতে পারি। মূলত এই থিম পরিবেশ বান্ধব জিনিস দিয়েই তৈরি করা হয়েছে। খড়, সুতির কাপড়, রং সহ বিভিন্ন পাতা দিয়ে এই থিমটি তৈরি হয়েছে।

advertisement

এই পুজোর বিষয়ে স্থানীয় এক বয়স্ক মহিলা জানান, "আমাদের আশপাশের মধ্যে এটাই সব থেকে জমজমাট সরস্বতী পুজো। এই থিমটা আমাদের খুব পছন্দ হয়েছে।"

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Saraswati Puja: থিমের সরস্বতী পরিবেশ ভারসাম্যের পাঠ দেবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল