TRENDING:

Sadak Suraksha Abhiyan: রুখবে দুর্ঘটনা, বাঁচবে ওরাও, পথ কুকুরদের গলায় পরল রিফ্লেক্টিং কলার

Last Updated:

Sadak Suraksha Abhiyan: শীতের রাতে কুয়াশার মধ্যেও বাইকারোহী ও গাড়িচালকদের চোখে পড়ে পথ কুকুর। এর ফলে একদিকে যেমন দুর্ঘটনার হাত থেকে কুকুরদের রক্ষা করা যাবে অন্যদিকে বাইক চালকরাও বাঁচবেন দুর্ঘটনার কবলে পড়ার হাত থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: পথ কুকুর দের দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে অভিনব পদক্ষেপ মগড়ার চন্দ্রহাটি ফাঁড়ির পুলিশ। কুকুরদের গলায় পড়ানো হল রিফ্লেক্টিং কলার। যার ফলে শীতের রাতে কুয়াশার মধ্যেও বাইকারোহী ও গাড়িচালকদের চোখে পড়ে পথ কুকুর। এর ফলে একদিকে যেমন দুর্ঘটনার হাত থেকে কুকুরদের রক্ষা করা যাবে অন্যদিকে বাইক চালকরাও বাঁচবেন দুর্ঘটনার কবলে পড়ার হাত থেকে।
advertisement

আরও পড়ুনঃ ফল হাতেনাতে! নিমেষেই গায়েব ‘ব্যথা’! বাড়ির পাশের ‘এই’ গাছের পাতাই গাঁটের ‘প্রতিরোধী’

নেতাজী জয়ন্তী উপলক্ষে এই দিন উদ্যোগ নেওয়া হয় পথ কুকুর দের গলায় বেল্ট পোড়ানোর। কারণ শীতের রাতে বিশেষত ভোর বেলায় বাইক আরোহীরা ও গাড়ি চালকরা সামনে বেশি দূরের জিনিস দেখতে পান না। তার কারণে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে কুকুর এর সঙ্গে বাইকের সংঘর্ষে আহত হচ্ছে উভয় পক্ষই। সেক্ষেত্রে এই রিফ্লেক্টিং কলার এর উপরে যখন গাড়ির আলো এসে পড়বে তখন অন্ধকারের মধ্যেও কলার গুলি জ্বলে উঠবে যার ফলে দূর থেকে গাড়ি চালকরা বুঝতে পারবেন সেখানে কোন একটি সারমেয়রয়েছে। যার ফলে আগে থেকেই গাড়ির গতি কমিয়ে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন গাড়িচালক ও পথ কুকুর দুজনেই।

advertisement

এই বিষয়ে চন্দ্রহাটি ফাঁড়ির অফিসার রোলান্ড লিপাট বলেন, কুয়াশায় রাস্তা ভালকরে দেখা যায়না। এসটিকেকে রোডে এত যান চলাচল করে কুকুর রাস্তা পেরোতে গিয়ে দূর্ঘটনা ঘটছে। কুকুর মারা যাচ্ছে আবার বাইক আরোহীদের দূর্ঘটনায় হাত পা ভাঙছেন। তাই রিফ্লেক্টিং কলার পরানো হচ্ছে কুকুরদের। দূর থেকে গাড়ির আলোয় রিফ্লেক্ট করবে তখন চালকরা নিয়ন্ত্রিত গাড়ি বাইক চালাতে পারবেন। জীবন বাঁচবে উভয়েরই। কুন্তিঘাট থেকে বিটিপিএস টাউনশিপ পর্যন্ত যত কুকুর ছিল সবার গলার রিফ্লেক্টিং কলার পড়ানো হয়।

advertisement

View More

পথচারি থেকে স্থানীয় বাসিন্দারাও সাধুবাদ জানান পুলিশের এই উদ্যোগকে। প্রসঙ্গত চন্দ্রহাটি ফাঁড়ির এ এস আই রোলান্ড লিপাট এর আগে পান্ডুয়া থানায় পোস্টিং ছিলেন। সেখানে সাধারন মানুষের জন্য একাধিক ভালো কাজ করেছিলেন। যে কারনে তার বদলির সময় এলাকাবাসী স্থানীয় ব্যবসায়ীরা থানায় গিয়ে তাকে থেকে যেতে অনুরোধ করেন। নিয়মানুযায়ী বদলি হওয়ায় তাকে চলে যেতেই হবে বলার পর তারা বাড়ি ফেরেন। মগড়ায় বদলির পরও একই ভাবে সামাজিক কাজ করছেন এই পুলিশ অফিসার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Sadak Suraksha Abhiyan: রুখবে দুর্ঘটনা, বাঁচবে ওরাও, পথ কুকুরদের গলায় পরল রিফ্লেক্টিং কলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল