আরও পড়ুন: রেশন ডিলারের বিরুদ্ধে ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ
বাঁকুড়ার কোতুলপুরের গোয়ালপাড়ায় বাড়ি ওই যুবকের। মঙ্গলবার দুপুরে হাওড়া থেকে আরামবাগ লোকাল ধরেন। তারকেশ্বর স্টেশনে ট্রেনটি কিছুক্ষণের জন্য দাঁড়ানোয় দীপ বাথরুমে যান। কিন্তু তিনি ফিরে আসার মধ্যেই সিগন্যাল পেয়ে ট্রেনটি ছেড়ে দেয়। ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেখে পরিমড়ি করে দৌড়ে ধরার চেষ্টা করেন ওই যুবক। কিন্তু তাতে লাভ হয়নি। এরপরই ট্রেনে পড়ে থাকা ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথির জন্য প্রবল দুশ্চিন্তায় পড়েন তিনি।
advertisement
সঙ্গে সঙ্গে তারকেশ্বর স্টেশনের আরপিএফের সঙ্গে যোগাযোগ করেন দীপ কুণ্ডু নামে ওই যুবক। এরপরই তৎপর হয়ে ওঠে আরপিএফ। তারা বিভিন্ন স্টেশনে খবর পাঠিয়ে ওই লোকাল ট্রেন থেকে ল্যাপটপ এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে ওই যুবককে ফিরিয়ে দেয়। হাঁফ ছেড়ে বাঁচে সে।
এই বিষয়ে পরে দীপ জানান, ল্যাপটপটা প্রায় ৬৫ হাজার টাকা দামের। সেই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু দরকারি নথিপত্র ছিল। ওগুলো ফিরে না পেলে বড় ক্ষতি হয়ে যেত বলে তিনি জানান। শেষ পর্যন্ত নিজের সমস্ত জিনিসপত্র ঠিকঠাক ফেরত পেয়ে আরপিএফ’কে ধন্যবাদ জানিয়েছেন ওই যুবক।
শুভজিৎ ঘোষ