এই বিষয়ে এক মহিলা চাষি জানান,আবহাওয়া এতটাই খারাপ যে শীত তাড়াতাড়ি চলে গেছে এবং কুয়াশা জেরে ক্ষতি হচ্ছে বলে জানায়।ঋণ নিয়ে আমরা আলু চাষ করেছি কোনরকমে কষ্ট করে আলু চাষ করলেও খুব একটা লাভ পাবো না বলেই জানিয়েছে। তিনি বলেন শীত খুব একটা না থাকার জন্য ফলন ভালো হবে না।আলু গাছের বিভিন্ন রোগও চলে এসেছে।কীটনাশক ঔষধ দিয়েও গাছ টিকিয়ে রাখা যাচ্ছে না।প্রায় চার বিঘা আলু চাষ করেছি ফলন ভালো না হওয়ার কারণে হতাশার মধ্যেই পড়েছি বলে জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: লাম্পসাম ইনভেস্টমেন্ট কী, কীভাবে কাজ করে? জেনে রাখলে বিনিয়োগে লাভই লাভ!
আরও পড়ুন: বেসরকারিকরণে কি এবার ধীরে চলতে চায় সরকার? বাজেট ২০২৩ নিয়ে কী ভাবছেন বিশেষজ্ঞরা?
অন্যদিকে লক্ষীনারায়ণ পোড়েল নামে এক চাষী জানিয়েছেন,আবহাওয়া পরিবর্তন এবং কুয়াশার জন্য বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। যার ফলে কীটনাশক ওষুধ পোকামাকড় নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না। আলু চাষ করতে গেলে এক বিঘা জমিতে প্রায়ই ২৫ থেকে 30 হাজার টাকা খরচা হয়।যদি এভাবে আবহাওয়া থাকে তাহলে লাভ ভালো হবে না। যদি আলুর ফলন ভালো ফলন না হয় ঋণ শোধ করতে পারবো না বলেই জানিয়েছে।এই বিষয়ে সরকারের কাছে তারা সাহায্যের আবেদন জানিয়েছেন।
Suvojit Ghosh