সদ্য শেষ হওয়ার শীতে এবার বেশ অদ্ভুত আবহাওয়া দেখা গিয়েছে। মাত্র কয়েক কিলোমিটারের দূরত্বে সম্পূর্ণ বদলে গিয়েছে তাপমাত্রা। গোঘাটের আলু চাষিদের দাবি আবহাওয়ার এই খামখেয়ালি আচরণের কারণেই তাদের এবার পথে বসার দশা হয়েছে। আলু বীজ থেকে শুরু করে কীটনাশক সব কিছু নিয়ম মেনে ব্যবহার করেও ফলন অত্যন্ত কম। অতিরিক্ত কুয়াশা এবং শীত কম থাকার কারণে আলুর ফলন ভালো হয়নি বলে মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: বন্দুকের পর বোমা, নানুর থেকে অস্ত্র উদ্ধার চলছেই
এই বিষয়ে এক চাষি জানান, এবছর যা পরিস্থিতি তাতে করে আলুর ফলন খুব একটা ভালো হবে না।আলু চাষ করতে গেলে এক বিঘা জমিতে প্রায় ২৫ থেকে ২৬ হাজার টাকা খরচা হয়। কিন্তু যা ফলন হয়েছে তাতে এই টাকা উঠবে না। এক কাঠা জমিতে মাত্র দু-আড়াই বস্তা করে আলু হচ্ছে। গোঘাটের বহু কৃষক ঋণ নিয়ে আলু চাষ করেন। এই পরিস্থিতিতে তাঁরা বুঝে উঠতে পারছেন না কী করে ঋণ শোধ করবেন আর কী করে সারা বছর সংসার চালাবেন।
শুভজিৎ ঘোষ