আরও পড়ুন: এতদিনে বিদ্যুৎ পেল গোঘাটের ৪ পরিবার! দুর্দশার কথা প্রথম তুলে ধরেছিল নিউজ ১৮ লোকাল
বছর পাঁচেক আগে সুদীপ্ত বাগ যখন বাড়ি ছাড়েন সেই সময় তাঁর বাবা-মা কেউ নেই। বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন, শেষে মায়ের মৃত্যুতে মানসিক ভারসাম্য হারান। তারপরই বাড়ি ছাড়েন। সম্প্রতি গোঘাটের মধু সূত্রধর তাঁকে নিজের ছেলে বলে দাবি করার পর সেলুনে নিয়ে গিয়ে সুদীপ্তর চুল-দাড়ি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। শুরু হয় চিকিৎসা। সে একটু সুস্থ হয়ে নিজের নাম ও বাড়ির ঠিকানা জানায়। তা থেকেই বোঝা যায় ওই যুবক মধু সূত্রধরের ছেলে নয়।
advertisement
এরপর মধুবাবুই গোঘাট থানায় সুদীপ্তর কথা জানান। গোঘাট থানার পুলিশ ডোমজুড়ে খোঁজ করে সুদীপ্ত বাগের পরিবারের ঠিকানা জোগাড় করে। খবর পেয়ে সুদীপ্তর পরিবারের সদস্যরা গোঘাট থানায় পৌঁছয়। এরপর তাঁদের হাতে তুলে দেওয়া হয় পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া সুদীপ্তকে।
শুভজিৎ ঘোষ