TRENDING:

Hooghly News: পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া বাপ-মা মরা ছেলেকে বাড়ি ফেরাল পুলিশ

Last Updated:

বছর পাঁচেক আগে সুদীপ্ত বাগ যখন বাড়ি ছাড়েন সেই সময় তাঁর বাবা-মা কেউ নেই। বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন, শেষে মায়ের মৃত্যুতে মানসিক ভারসাম্য হারান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বছর পাঁচেক আগে হারানো ছেলেকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ। হাওড়ার ডোমজুড়ের মানসিক ভারসাম্যহীন সুদীপ্ত বাগ বছর পাঁচেক আগে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান। দিন কয়েক আগে গোঘাটের হাজিপুরে তাঁকে ঘুরতে দেখা যায়। সেদিন তাঁকে দেখে গোঘাটের মথুরা গ্রামের মধু সূত্রধর নিজের ছেলে বলে দাবি করেন। এরপর বেশ কিছু ঘটনাক্রমের মধ্য দিয়ে পুলিশের সহায়তায় অবশেষে ডোমজুড়ে পরিজনদের কাছে ফিরে গেলেন সুদীপ্ত।
advertisement

আরও পড়ুন: এতদিনে বিদ্যুৎ পেল গোঘাটের ৪ পরিবার! দুর্দশার কথা প্রথম তুলে ধরেছিল নিউজ ১৮ লোকাল

বছর পাঁচেক আগে সুদীপ্ত বাগ যখন বাড়ি ছাড়েন সেই সময় তাঁর বাবা-মা কেউ নেই। বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন, শেষে মায়ের মৃত্যুতে মানসিক ভারসাম্য হারান। তারপরই বাড়ি ছাড়েন। সম্প্রতি গোঘাটের মধু সূত্রধর তাঁকে নিজের ছেলে বলে দাবি করার পর সেলুনে নিয়ে গিয়ে সুদীপ্তর চুল-দাড়ি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। শুরু হয় চিকিৎসা। সে একটু সুস্থ হয়ে নিজের নাম ও বাড়ির ঠিকানা জানায়। তা থেকেই বোঝা যায় ওই যুবক মধু সূত্রধরের ছেলে নয়।

advertisement

View More

এরপর মধুবাবুই গোঘাট থানায় সুদীপ্তর কথা জানান। গোঘাট থানার পুলিশ ডোমজুড়ে খোঁজ করে সুদীপ্ত বাগের পরিবারের ঠিকানা জোগাড় করে। খবর পেয়ে সুদীপ্তর পরিবারের সদস্যরা গোঘাট থানায় পৌঁছয়। এরপর তাঁদের হাতে তুলে দেওয়া হয় পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া সুদীপ্তকে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া বাপ-মা মরা ছেলেকে বাড়ি ফেরাল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল