এদিন উদ্বোধনী অনুষ্ঠানে চন্দননগর পুলিশ কমিশনার অর্ণব ঘোষ বলেন, পুলিশদের মধ্যে যে সমস্ত পুলিশ অফিসাররা শিক্ষাগত দিক থেকে এগিয়ে তাদেরই উপরে এই কোচিং গুলি চালনা করার দায়িত্বভার এসে পড়বে। অর্ণব বাবু আরো বলেন আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের স্কুল যাওয়া হলেও তাদের পড়াশোনার সম্পূর্ণ হয়ে ওঠে না অনেক সময় সঠিক গৃহ প্রশিক্ষণের অভাবে।
advertisement
আরও পড়ুনঃ শ্রীরামপুরের মানুষের কষ্টের অবসান, সুরাহা মিলবে জমা জল থেকে
সেই মতই দুস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের যাতে সঠিক প্রশিক্ষণের খামতি না হয় তার জন্যেই এই উদ্যোগ। অনুপ বাবু জানান, জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের অবৈতনিক কোচিং সেন্টার গুলি খোলার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুনঃ মিলন মাঝির সঙ্গে সাক্ষাৎ ফুটবলার পলি কোলের! কী নিয়ে হল কথা?
প্রথমদিকে তা সাপ্তাহিক রূপে চললেও পরের দিকে সেগুলি দৈনিক রূপে চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। চন্দননগর পুলিশের এরূপ ক্রিয়াকলাপে আনন্দিত ডানকুনি বাসিন্দারা।
Rahi Halder