TRENDING:

Hooghly News|| পোষ্য-বান্ধব জগদ্ধাত্রী পুজো, চন্দননগরের কোন পুজোমণ্ডপে নিয়ে যাবেন আপনার পোষ্যকে? জানুন

Last Updated:

Jagadhatri Puja 2022: দুর্গাপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোতেও বিশেষ আয়োজন পোষ্যদের জন্য। চন্দননগর কানাইলালপল্লির জগদ্ধাত্রী পুজোয় এ বার ঠাকুর দেখতে আসার সময় বাড়িতে আর নিজেদের পোষ্য বেঁধে রেখে আসতে হবে না। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: দুর্গাপুজোর পর এ বার জগদ্ধাত্রী পুজোতেও বিশেষ আয়োজন পোষ্যদের জন্য। চন্দননগর কানাইলালপল্লির জগদ্ধাত্রী পুজোয় এ বার ঠাকুর দেখতে আসার সময় বাড়িতে আর নিজেদের পোষ্য বেঁধে রেখে আসতে হবে না। সবাইকে নিয়ে এক সঙ্গে ঠাকুর দেখতে আসতে পারবেন জগদ্ধাত্রী পুজোয়। এই ঘোষণার পর থেকেই কানাইলালপল্লীর অভিনব ভাবনাকে সমর্থন জানিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সিনেমা তারকা থেকে নেটিজেনরা সবাই।
advertisement

মানুষের সব থেকে কাছের সুখে-দুঃখের সঙ্গী তারা, গল্প-সিনেমাতেও তার উদাহরণ রয়েছে বার বার। সেই সারমেয়রা কেন ব্রাত্য হবে দেবীর পুজোয়। সেই ভাবনা থেকেই এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর থিম ভাবনায় চারপেয়ে, মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী।

আরও পড়ুনঃ বাজারে অমিল জবা! ১০৮ ফুলের মালা বিকোচ্ছে ৪০০ টাকায়, ক্রেতাদের মাথায় হাত

advertisement

পোষ্য-বান্ধব মণ্ডপ এ বারের কলকাতার দুর্গাপুজোয় নতুন চমক ছিল। সেই ভাবনাকে বহাল রাখতেই কানাইলাল পল্লির জগদ্ধাত্রী পুজোতেও পোষ্যবান্ধব পুজোর আয়োজন। কানাইলাল পল্লির এই বছরের পুজোর থিম লক্ষ্য।

View More

আরও পড়ুনঃ শিবপুর ওলাবিবিতলার হাজার হাতের কালী, শিহরিত করা কালীপুজোর ইতিহাস

৪৯ তম বর্ষের জগদ্ধাত্রী পুজোতে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন প্রতিবছরই যাতে এই পোষ্যবান্ধব পুজো হিসেবে প্রতিবছর চালিয়ে নিয়ে যাওয়ার। পুজোর থিমেই শুধু সারমেয় থাকছে তা নয়। প্রকৃত অর্থে পোষ্য-বান্ধব মণ্ডপ তৈরি হচ্ছে যাঁরা পোষ্য নিয়ে ঠাকুর দেখতে আসবেন তাঁদের সুবিধার্থে। প্রতিপদ থেকে তৃতীয় পর্যন্ত মণ্ডপে যাঁরা পোষ্য নিয়ে আসবেন তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

advertisement

পোষ্যদের উপর যাতে কেউ কখনও আঘাত না করে তার জন্য সচেতনতামূলক ব্যানার পোস্টার লাগানো থাকবে মণ্ডপের গায়ে। একইসঙ্গে রাস্তার কুকুর-বিড়ালদেরও যাতে কেউ আঘাত না করে তার জন্য সচেতনতা বাড়তে থাকবে এই পুজোর মধ্যে দিয়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
দীপান্বিতা অমাবস্যার রাতে গভীর জঙ্গল থেকে কাঁসর-ঘণ্টার আওয়াজ!
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News|| পোষ্য-বান্ধব জগদ্ধাত্রী পুজো, চন্দননগরের কোন পুজোমণ্ডপে নিয়ে যাবেন আপনার পোষ্যকে? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল