মানুষের সব থেকে কাছের সুখে-দুঃখের সঙ্গী তারা, গল্প-সিনেমাতেও তার উদাহরণ রয়েছে বার বার। সেই সারমেয়রা কেন ব্রাত্য হবে দেবীর পুজোয়। সেই ভাবনা থেকেই এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর থিম ভাবনায় চারপেয়ে, মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী।
আরও পড়ুনঃ বাজারে অমিল জবা! ১০৮ ফুলের মালা বিকোচ্ছে ৪০০ টাকায়, ক্রেতাদের মাথায় হাত
advertisement
পোষ্য-বান্ধব মণ্ডপ এ বারের কলকাতার দুর্গাপুজোয় নতুন চমক ছিল। সেই ভাবনাকে বহাল রাখতেই কানাইলাল পল্লির জগদ্ধাত্রী পুজোতেও পোষ্যবান্ধব পুজোর আয়োজন। কানাইলাল পল্লির এই বছরের পুজোর থিম লক্ষ্য।
আরও পড়ুনঃ শিবপুর ওলাবিবিতলার হাজার হাতের কালী, শিহরিত করা কালীপুজোর ইতিহাস
৪৯ তম বর্ষের জগদ্ধাত্রী পুজোতে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন প্রতিবছরই যাতে এই পোষ্যবান্ধব পুজো হিসেবে প্রতিবছর চালিয়ে নিয়ে যাওয়ার। পুজোর থিমেই শুধু সারমেয় থাকছে তা নয়। প্রকৃত অর্থে পোষ্য-বান্ধব মণ্ডপ তৈরি হচ্ছে যাঁরা পোষ্য নিয়ে ঠাকুর দেখতে আসবেন তাঁদের সুবিধার্থে। প্রতিপদ থেকে তৃতীয় পর্যন্ত মণ্ডপে যাঁরা পোষ্য নিয়ে আসবেন তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।
পোষ্যদের উপর যাতে কেউ কখনও আঘাত না করে তার জন্য সচেতনতামূলক ব্যানার পোস্টার লাগানো থাকবে মণ্ডপের গায়ে। একইসঙ্গে রাস্তার কুকুর-বিড়ালদেরও যাতে কেউ আঘাত না করে তার জন্য সচেতনতা বাড়তে থাকবে এই পুজোর মধ্যে দিয়ে।
রাহী হালদার